মিসৌরি: স্কুলের মধ্যেই কিশোরের সঙ্গে যৌনতা করার অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। ওই শিক্ষিকা হাই স্কুলে পড়ান। অভিযোগ, তিনি যখন স্কুলের মাঠে কিশোরের সঙ্গে যৌনতা করছিলেন, তখন তা দেখতে বলেন স্কুলের ছাত্র-ছাত্রীদের। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় ওই স্কুলে। এর পর অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে শিশুনিগ্রহ, ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে আমেরিকার মিসৌরিতে।
স্কুলের মাঠেই ছাত্র-ছাত্রীদের সামনে যৌনতায় লিপ্ত হওয়ার অভিযুক্ত শিক্ষিকার নাম হেইলি ক্লিফটন কারম্যাক। পুলাস্কি কাউন্টিতে অবস্থিত লাকিউ হাই স্কুলে অঙ্কের শিক্ষিকা তিনি। পড়ুয়াদের অতিরিক্ত ঘনিষ্ঠ বলে পরিচিতি রয়েছে তাঁর। কিশোরীর সঙ্গে যৌনতার বিষয়টি এক ছাত্র জানায় পুলিশকে। ওই ছাত্রকে এক কিশোর দেখিয়েছিল তার গায়ে কীভাবে আচড়ের দাগ পড়ে। ওই কিশোর জানায়, শিক্ষিকা তার সঙ্গে যৌনতা করেন। সেই যৌন উত্তেজনার সময়ই এই সব ক্ষত তৈরি হয়েছে তার গায়ে। মাঠের মধ্যে যৌনতার ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়ো ক্লিপ স্কুলের প্রিন্সিপালের কাছেও পৌঁছে যায়। এর পর শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়। তার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ।
ব্রিটেনের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিক্ষিকার সঙ্গে যৌনতার বিষয়টি ওই কিশোরের বাবাও জানতেন। এমনকি কিশোরের সঙ্গে তাঁর বাড়িতেও শিক্ষিকা সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন তিনি।