টেক্সাস: এ বছরের জুন মাস থেকেই নিখোঁজ ছিলেন আমেরিকার এক মহিলা। ৩৫ বছরের ওই মহিলার নাম হেদার স্কোয়াব। রবিবার প্রেমিকের ফ্রিজ থেকে তাঁর দেহ উদ্ধার হল। হেদার নিখোঁজ হওয়ার পর থেকে তাঁকে খুন করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁর মা। হেদারের প্রেমিক ৪২ বছরের চাদ স্টিভেন সেই কাজ করে থাকতে পারেন বলেও আশঙ্কা করেছিলেন হেদারের মা। সেই আশঙ্কায় সত্যি হল।
হেদারের খোঁজে পুলিশ ৬ নভেম্বর পৌঁছে গিয়েছিল টেক্সাসের ম্যানিনিতে স্টিভেনের বাড়িতে। সেখানে গিয়েই তাঁরা চমকে যান। স্টিভেনের বাড়িতে তল্লাশি চালানোর সময়ই তাঁর ফ্রিজ থেকে উদ্ধার হয় হেদারের দেহ। আমেরিকার এক সংবাদমাধ্যম জানিয়েছে, তদন্তকারী অফিসাররা দেখেন প্লাস্টিকে মুড়ে ফ্রিজের মধ্যে রাখা আছে হেদারের দেহ। তবে কী করে হেদারের মৃত্যু হয়েছে সে ব্যাপারেও এখনও কিছু জানা যায়নি। কিন্তু পুলিশি জেরায় স্টিভেন জানিয়েছে, জুলাই মাসে মৃত্যু হয় হেদারের। তখন কী তিনি কী করবেন তা ভেবে পাননি। তাই প্লাস্টিকে মুড়ে ফ্রিজে দেহ রেখেছিলেন।
তবে হেদারের মৃত্যু নিয়ে একাধিক গল্প ফেঁদেছেন তাঁর প্রেমিক স্টিভেন। জুন মাসে তিনি পুলিশকে জানিয়েছিলেন, হেদার তাঁকে ছেড়ে চলে গিয়েছে। হেদার কোথায় তিনি জানেন না। সম্প্রতি তিনি পুলিশকে জানিয়েছেন, বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান হেদার। তার জেরেই মৃত্যু হয়েছে। যদিও প্রতিবেশীদের স্টিভেন জানিয়েছিলেন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হেদারের। স্টিভেনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।