Explained: আমেরিকাকে ‘তেল দিয়ে’ কোন কাজ আদায় করতে চায় পাকিস্তান?
USA Wants to Buy Oil From Pakistan: গত বছর অক্টোবর মাসে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বুকে দাঁড়িয়ে সেদেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেন, অটোকের মাটির নীচে নাকি গ্যাস ও তেলের ভাণ্ডার রয়েছে। শুধুই শেহবাজ নয়। পাকিস্তানের নানা সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন ঘুরে-ফিরে এসেছে এই তেলের ভাণ্ডারের কথা।

নয়াদিল্লি: মধ্য জুন। ভারতের তখন মধ্যরাত। স্বাভাবিক নিয়মেই আমেরিকায় ভরা দুপুর। আর সেই দুপুরে মধ্যাহ্নভোজের বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর বিপরীতে বসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। দু’জনের একান্ত বৈঠক। ওয়াকিবহাল মহল বলল, কোনও রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভিন দেশের সেনাপ্রধানের আলাপ কার্যত বেনজির। আর যখন সেদেশের শীর্ষে একজন প্রধানমন্ত্রী রয়েছেন, তাও তাঁকে পেরিয়ে সেনাপ্রধানের বাড়তি ‘গুরুত্ব’ সত্যিই নাকি দেখা যায় না। কিন্তু সেই বৈঠকের নির্যাস কি ছিল? তা আজও জানা সম্ভব হয়নি। তবে সেই বৈঠকের পর থেকে হওয়া কতগুলি ঘটনা ধীরে ধীরে বৈঠকের আলোচ্য বিষয় থেকে যেন পর্দা সরিয়ে দিচ্ছে। বিশেষ করে গত দু’দিনে ট্রাম্পের ঘোষণা ও তাতে ঝরে ঝরে পড়া পাক প্রীতি। শুক্রবার...
