Joe Biden: মন জেতা সহজ ছিল না, বিয়ের প্রস্তাব দিয়ে বার বার হোঁচট খেয়েছিলেন বাইডেন

Soumya Saha |

Feb 15, 2024 | 9:40 PM

Joe Biden: ৪৬ বছরেরও বেশি বৈবাহিক জীবন তাঁদের। কিন্তু কীভাবে আলাপ হল দু'জনের? সেখানেও এক সুন্দর গল্প রয়েছে। বাইডেন ও জিলের প্রথম আলাপ হয়েছিল এক 'ব্লাইন্ড ডেটে'। ১৯৭৫ সালে। সেই 'ব্লাইন্ড ডেটের' ব্যবস্থা করে দিয়েছিলেন যিনি, তিনি আর কেউ নন, বাইডেনের ভাই।

Joe Biden: মন জেতা সহজ ছিল না, বিয়ের প্রস্তাব দিয়ে বার বার হোঁচট খেয়েছিলেন বাইডেন
জো বাইডেন ও জিল বাইডেন
Image Credit source: Facebook

Follow Us

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর ফার্স্ট লেডি জিল বাইডেন। ১৯৭৭ সালে বিয়ে। কিন্তু ফার্স্ট লেডি জিলের মন জেতা মোটেই সহজ ছিল না বাইডেনের জন্য। বিয়ের আগে একাধিকবার প্রস্তাব দিয়েছিলেন বাইডেন। কিন্তু জিল রাজি ছিলেন না। পাঁচ বার বিয়ের প্রস্তাব দিয়েও, শুধুই প্রত্যাখ্যানই জুটেছিল জিলের থেকে। সম্প্রতি ‘মিট কিউটস এনওয়াইসি’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেদের প্রেমকাহিনি শুনিয়েছেন বাইডেন দম্পতি। নিউ ইয়র্ক শহরের বিভিন্ন দম্পতির প্রেমের গল্প শোনানো হয় এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এবারের ভ্যালেন্টাইনস ডে’র বিশেষ পর্বে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।

৪৬ বছরেরও বেশি বৈবাহিক জীবন তাঁদের। কিন্তু কীভাবে আলাপ হল দু’জনের? সেখানেও এক সুন্দর গল্প রয়েছে। বাইডেন ও জিলের প্রথম আলাপ হয়েছিল এক ‘ব্লাইন্ড ডেটে’। ১৯৭৫ সালে। সেই ‘ব্লাইন্ড ডেটের’ ব্যবস্থা করে দিয়েছিলেন যিনি, তিনি আর কেউ নন, বাইডেনের ভাই। তখন বাইডেন বছর তেত্রিশের সেনেটর। আর জিলের তখন বয়স ছিল ২৪ বছর। সেই সময় রাজনীতি বিষয়টি একদমই পছন্দ ছিল না জিলের।

ওই ইনস্টাগ্রাম ভিডিয়োয় আমেরিকার ফার্স্ট লেডি শোনান, কীভাবে তিনি প্রথম দিকে বাইডেনকে পাত্তাই দেননি। বললেন, “একদিন বিকেলে তিনি আমাকে ফোন করেন। সেদিন শনিবার ছিল। নিজের পরিচয় দেন। কীভাবে আমার নম্বর পেয়েছেন, সে কথাও জানান। তারপর বললেন, সন্ধেয় বাইরে কোথাও দেখা করা যায় কি না। আমি তখন বলে দিয়েছিলাম, না হবে না। আমার অন্য একটা ডেট আছে।’ জিল জানান, এরপর অবশ্য তিনি বাইডেনকে বলেছিলেন, তাঁকে ডেটের ব্যাপারে ভাবার জন্য দু’ঘণ্টা সময় দিতে। দু’ঘণ্টা পর ফোন করে তাঁর সিদ্ধান্ত জানতে বলেছিলেন। ভিডিয়োয় আরও উঠে এসেছে, যে ১৯৭৭ সালে বিয়ে করার আগে বাইডেন জিলকে পাঁচ বার বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন।

Next Article