Virginity: কোন কোন ছাত্রী ভার্জিন? কলেজ থেকে ফাঁস ১৯০ ছাত্রীর গোপন তথ্য

Feb 16, 2024 | 7:17 PM

কাজাখস্তানের ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের মেডিক্যাল পরীক্ষার বিভিন্ন তথ্য মজুত ছিল। তার মধ্যে ছিল ভার্জিনিটি সম্পর্কিত তথ্য। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে ভার্জিনিটি পরীক্ষা বাধ্যতামূলক কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। কিন্তু অন্তত ১৯০ জন কলেজ ছাত্রীর নাম, ফোন নম্বর, ভার্জিনিটি এবং ট্যাক্স কোড সম্পর্কিত তথ্য ছড়িয়ে পড়েছে।

Virginity: কোন কোন ছাত্রী ভার্জিন? কলেজ থেকে ফাঁস ১৯০ ছাত্রীর গোপন তথ্য
প্রতীকী ছবি

Follow Us

আস্তানা: ফাঁস হয়ে গেল কলেজ ছাত্রীদের গোপন তথ্য। কলেজ ছাত্রীদের ভার্জিনিটি সম্পর্কিত তথ্য ফাঁস ঘিরে ব্যাপক হইচই পড়েছে বিশ্ববিদ্যালয়ে। প্রায় ১৯০ জনের ছাত্রীর এই তথ্য ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে। সেই তথ্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে। সেই সঙ্গে ছাত্রীদের নাম ও ফোন নম্বরও ছড়িয়ে পড়ে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কাজাখস্তানের আল ফারাবি ন্যাশনাল ইউনিভার্সিটিতে।

কাজাখস্তানের ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের মেডিক্যাল পরীক্ষার বিভিন্ন তথ্য মজুত ছিল। তার মধ্যে ছিল ভার্জিনিটি সম্পর্কিত তথ্য। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে ভার্জিনিটি পরীক্ষা বাধ্যতামূলক কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। কিন্তু অন্তত ১৯০ জন কলেজ ছাত্রীর নাম, ফোন নম্বর, ভার্জিনিটি এবং ট্যাক্স কোড সম্পর্কিত তথ্য ছড়িয়ে পড়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপেও তা ঘুরে বেড়াচ্ছে। এর জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে। ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত তথ্য আদেও কতটা সুরক্ষিত সে প্রশ্নও উঠছে।

এ বিষয়ে কাজাখস্তানের উচ্চ শিক্ষামন্ত্রী সায়াসাত নুরবের ঘটনার ব্যাপক সমালোচনা করেছেন এবং উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। তিনি বলেছেন, “ব্যক্তিগত তথ্য বিশেষত মেডিক্যাল তথ্য ফাঁস হওয়া অপরাধ। আমি বিষয়টিতে নজর রেখেছি। ঘটনার জন্য যাঁরা দায়ী তাঁদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।”

Next Article