AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Venezuela Attack: ট্রাম্পের নতুন টার্গেট ভেনেজুয়েলা? রাত থেকে লাগাতার গোলাবর্ষণ, ঘোষণা হল জরুরি অবস্থা

US Strike Venezuela: বিস্ফোরণে উড়েছে হিগুএরতে বিমান ঘাঁটিও। সেখানেই ভেনেজুয়েলার সেনার যুদ্ধবিমান থাকত। অবশেষে হামলার কথা স্বীকার করল ভেনেজুয়েলার সেনা। বিবৃতি জারি করে আক্রান্ত হওয়ার অভিযোগ সেনার। মার্কিন আগ্রাসনে লাখো মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ।

Venezuela Attack: ট্রাম্পের নতুন টার্গেট ভেনেজুয়েলা? রাত থেকে লাগাতার গোলাবর্ষণ, ঘোষণা হল জরুরি অবস্থা
ভেনেজুয়েলায় হামলা।Image Credit: X
| Edited By: | Updated on: Jan 03, 2026 | 2:31 PM
Share

কারাকাস: মাথার উপর দিয়ে উড়ছে বিমান, লাগাতার গোলাবর্ষণ হচ্ছে। শনিবার, ৩ জানুয়ারি ভোর থেকেই  ভেনেজুয়েলার কারাকাসে হামলা। তবে কি ভেনেজুয়েলাতে পুরোদস্তুর মার্কিন হামলা শুরু হয়ে গেল? একটানা লাগাতার বোমাবর্ষণ রাজধানী কারাকাসে। রাজধানীর আকাশে ডজনখানেক মার্কিন সেনার হেলিকপ্টার-ও দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, মার্কিন সেনার চিনুক হেলিকপ্টার, মার্কিন স্পেশ্যাল অপারেশন এভিয়েশন রেজিমেন্ট বাহিনী ঢুকেছে ভেনেজুয়ালায়। 

সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, রাত ২টো থেকে বোমা-গোলাবর্ষণ শুরু হয়েছে কারাকাসে। ভেনেজুয়েলার প্রধান মিলিটারি বেস, ফোর্ট টিউনা এবং লা কার্লোটার উপরেও সামরিক বিমান উড়তে দেখা গিয়েছে। রাজধানী কারাকাসের প্রতিরক্ষা মন্ত্রকেও বোমাবর্ষণ হয়েছে। একটানা এক ডজন বিস্ফোরণে কেঁপে উঠল কারাকাস। তবে মার্কিন সেনা বা ট্রাম্প এখনও হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে মার্কিন অ্যাপাচে ও সিএইচ৪৭ ঘনঘন উড়ছে ভেনেজুয়েলার আকাশে। 

ভেনেজুয়েলার মিরান্ডায় বিমানবন্দরেও ঘনঘন বিস্ফোরণ হচ্ছে। মার্কিন সেনার ‘সারফেস টু এয়ার মিসাইল’ দিয়ে হামলা করা হয়েছে বলেই অনুমান বিশেষজ্ঞদের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এখনও কোনও বিবৃতি দেননি। এদিকে, মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প-ও। 

ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকাতে মাদক-সন্ত্রাস ছড়ানোর অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আগে একাধিকবার মাদক বোঝাই জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সেনা। 

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ভবনে মার্কিন সেনার গাড়ি। রাষ্ট্রপতি ভবনের দখল নিল মার্কিন সেনা? ভেনেজুয়েলাতে জরুরি অবস্থা জারি করল সেনা। বোমা মেরে ভেনেজুয়েলার লা গুয়াইরা বন্দরও ধ্বংস করল মার্কিন সেনা। ভেনেজুয়েলার মিলিটারি কমপ্লেক্স ধ্বংস করতে একটানা গুলি চলেছে মার্কিন হেলিকপ্টার থেকে। 

বিস্ফোরণে উড়েছে হিগুএরতে বিমান ঘাঁটিও। সেখানেই ভেনেজুয়েলার সেনার যুদ্ধবিমান থাকত। অবশেষে হামলার কথা স্বীকার করল ভেনেজুয়েলার সেনা। বিবৃতি জারি করে আক্রান্ত হওয়ার অভিযোগ সেনার। মার্কিন আগ্রাসনে লাখো মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ। মাদুরো-এর নির্দেশে পাল্টা লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ সেনা, জানাল কারাকাস।

রাজধানী কারাকাস জুড়ে অন্ধকার, বন্ধ বিদ্যুৎ পরিষেবা। মাদুরো সরকার অবিলম্বে সব গুরুত্বপূর্ণ ভবন রক্ষায় জোর দিয়েছেন। স্টেট্ অফ এমার্জেন্সি জারি করা হয়েছে দেশজুড়ে, প্রস্তুত ভেনেজুয়েলা সেনাও। মার্কিন আগ্রাসন ভেনেজুয়েলার তেল ও খনিজ লুটের জন্য। ট্রাম্পের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগে সরব ভেনেজুয়েলা।