Video: মানুষ পরিণত ‘জম্বি’তে! ট্রানক মাদক মহামারিতে আক্রান্ত মার্কিন শহর

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 17, 2023 | 8:34 PM

Zombie drug epidemic in Philadelphia: এ যেন কোভিড মহামারির থেকেও ভয়ঙ্কর মহামারি। একটা গোটা প্রদেশ আচ্ছন্ন 'জাইলাজাইন' মাদকে। যা, সাধারণভাবে 'ট্রানক মাদক' বা 'জম্বি মাদক' হিসেবে পরিচিত।

Video: মানুষ পরিণত জম্বিতে! ট্রানক মাদক মহামারিতে আক্রান্ত মার্কিন শহর
মানুষ বলে মনেই হবে না

Follow Us

ফিলাডেলফিয়া: এ যেন কোভিড মহামারির থেকেও ভয়ঙ্কর মহামারি। একটা গোটা প্রদেশ আচ্ছন্ন ‘জাইলাজাইন’ মাদকে। যা, সাধারণভাবে ‘ট্রানক মাদক’ বা ‘জম্বি মাদক’ হিসেবে পরিচিত। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ প্রাথমিকভাবে এই মাদককে পশুচিকিত্সায় ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছিল। কিন্তু, ধীরে ধীরে ফেন্টানাইল, হেরোইন এবং অন্যান্য অবৈধ মাদকের মতো, এটিও নেশার দ্রব্য হিসেবে ব্যবহার করতে শুরু করেছে মানুষ। আর বর্তমানে এর প্রভাব সাংঘাতিকভাবে বেড়েছে। এই মাদক গ্রহণ করার পর, মানুষের অবস্থায় হয় ‘জম্বি’র মতো। জম্বি, অর্থাৎ, মৃত্যুর পরও বেঁচে থাকা মানুষ। যাদের মস্তিষ্কে শুধুমাত্র খাওয়ার মতো প্রাথমিক প্রবৃত্তি থাকে, আর কোনও বোধ বা অনুভূতি থাকে না। এই মাদক গ্রহণের পর, মানুষের অবস্থা হয় প্রায় এই জম্বিদের মতোই।

সোশ্যাল মিডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া প্রদেশের ফিলাডেলফিয়া শহরে ‘জাইলাজাইন’ মাদকাসক্তদের একটি ভয়ঙ্কর ফুটেজ প্রকাশ করা হয়েছে। ভিডিয়ো ক্লিপটি ফিলাডেলফিয়ার কেনসিংটন এলাকার। এই এলাকাকেই ফিলাডেলফিয়ার শহরের মাদক সঙ্কটের ‘গ্রাউন্ড জিরো’ বলা হচ্ছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে ফুটপাথে পড়ে আছেন বহু মানুষ। কেউ শুয়ে আছেন, কেউ ঝুঁকে দাঁড়িয়ে আছেন, কেউ বা বসে আছেন উবু হয়ে। তাদের কারও মুখে কোনও অনুভূতি নেই। তাদের আচার আচরণ একেবারেই জম্বি-সদৃশ। এই ভিডিয়ো ক্লিপটি প্রথমে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া টিকটকে প্রকাশ করেছিলেন। পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একই ভিডিয়ো শেয়ার করা হয়েছে।


এই ভিডিয়োটিতে ‘জাইলাজাইন’ মাদকের ভয়ঙ্কর প্রভাব স্পষ্ট হয়ে গিয়েছে। একই সঙ্গে এই মাদকের অত্যধিক ব্যবহারে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক ব্যবহারের উদ্বেগজনক পরিস্থিতিও তুলে ধরেছে এই ভিডিয়ো। মাদকটি এতটাই শক্তিশালী যে, সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকেও এই মাদক সঙ্কটকে সেই দেশের ‘উদীয়মান হুমকি’ বলে ঘোষণা করা হয়েছে। গত মাসে ফিলাডেলফিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা স্বীকার করে নিয়েছিলেন, তাঁদের শহর ‘জাইলাজাইন’ মহামারিতে আক্রান্ত। তারা সতর্ক করেছিল, অতিরিক্ত মাত্রায় জাইলাজাইন গ্রহণ করা হলে, শরীরে গুরুতর ক্ষত তৈরি হতে পারে। যা থেকে সেপসিস হয়ে অঙ্গহানি হতে পারে। এমনকি, মৃত্যুও হতে পারে।

এই মাদক বিভিন্ন উপায়ে সেবন করা যেতে পারে। এটির সাইকেডেলিক প্রভাব বাড়ানোর জন্য একে অন্যান্য পদার্থের সঙ্গে মেশানো হয়। ধূমপানের সঙ্গে, নাক দিয়ে টেনে, ইনজেকশনের মাধ্যমে, বড়ি হিসেবে গিলে নিয়ে এই মাদক নিয়ে থাকেন আসক্তরা। এই মাদক নেওয়ার সঙ্গে সঙ্গে মাদক গ্রহণকারীদের শ্বাস-প্রশ্বাসের গতি ধীর হয়ে যায়। অবচেতন জগতে হারিয়ে যান মাদকাসক্তরা।

Next Article