AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: একবার নয়, লুভ্যর মিউজিয়ামে মোদীর সম্মানে দুবার বাজল রহমানের ‘জয় হো’, দেখুন

Jai Ho : ১৪ জুলাই, ফরাসি জাতীয় দিবসে প্যারিসের লুভর মিউজিয়ামে প্রধানমন্ত্রী মোদীর সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়েছিল। অস্কার বিজয়ী গান তো ছিলই, প্রধানমন্ত্রী মোদীকে কী খাবার দিয়ে অভ্যর্থনা জানালেন ফরাসি প্রেসিডেন্ট?

Video: একবার নয়, লুভ্যর মিউজিয়ামে মোদীর সম্মানে দুবার বাজল রহমানের ‘জয় হো’, দেখুন
অভিনেতা মাধবন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ম্যাক্রঁর সেলফিImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 6:18 PM
Share

প্যারিস: সদ্য ফ্রান্স সফর থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। সফরের সময়, প্যারিসের ল্যুভর মিউজিয়ামে প্রধানমন্ত্রীর সম্মানে এক ভোজসভার আয়োজন করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। সূত্রের খবর, সেই ভোজসভায় একবার নয়, দু-দুবার বাজানো ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর অস্কার-জয়ী গান ‘জয় হো’। প্রধানমন্ত্রী মোদীর সম্মানে এর আর রহমানের সুর দেওয়া এই গানটি বাজানো হয়। ফরাসি শিল্পীদের গলায় এই ভারতীয় গানের তালে তালে প্রধানমনক্রী মোদী এবং প্রেসিডেন্ট ম্যাক্রঁ – দুজনকেই মাথা নাড়তে এবং হাতে তাল দিতে দেখা গিয়েছে।

১৪ জুলাই ছিল বাস্তিল দিবস বা ফ্রান্সের জাতীয় দিবস। সেই রাতেই ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে ল্যুভর মিউজিয়ামে এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। ‘জয় হো’ গানের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ বিশেষ খাদ্যপদ দিয়ে অভ্যর্থনা জানানো হয়। সব পদই অবশ্য ছিল নিরামিষ। কারণ, প্রধানমন্ত্রী মোদী শুধু নিরামিষই খান। সাধারণত, ফরাসী প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজের খাদ্যপদে সাদা, নীল বা লাল রঙ দেখা যায়। ফরাসি জাতীয় পতাকার তিন রঙ। তবে, প্রধানমন্ত্রীর মোদীর জন্য এই ঐতিহ্য ভেঙে ভারতীয় জাতীয় পতাকার তিন রঙ – গেরুয়া, সাদা এবং সবুজ রঙ ব্যবহার করা হয় নৈশভোজের খাদ্যতালিকায়।

নৈশভোজে প্রধানমন্ত্রী মোদি বলেন, গত ২৫ বছরে পৃথিবীতে অনেক উত্থান-পতন ঘটেছে। তবে, এই সময়ে ভারত এবং ফ্রান্সের মধ্যে বন্ধুত্বের গভীরতা বেড়েছে। পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং বিশ্বাসের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে। আগামী ২৫ বছরে এই সম্পরকের আরও উন্নয়ন ঘটাতে একটি রোডম্যাপ তৈরি করেছে দুই দেশ। তিনি আরও জানান, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁর ব্যক্তিগত প্রচেষ্টায় ভারত-ফ্রান্স সম্পর্ক আরও বহুমুখী হয়ে উঠেছে। বিশ্বে শান্তি স্থাপনে দুই দেশেরই অবদান আছে। ভারত ফ্রান্সের এই অংশীদারিত্বে গোটা বিশ্বই লাভবান হবে, গোটা বিশ্বের কল্যাণ হবে বলে জানান নরেন্দ্র মোদী। শুধু প্রধানমন্ত্রী মোদীই নন, ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি দল বাস্তিল দিবসের কুচকাওয়াজে অংশ নেয়। সেনা, নৌসেনা এবং বায়ুসেনার মোট ২৪১ জন সদস্যের একটি দল যোগ দিয়েছিল কুচকাওয়াজে।