VIDEO: মার্কিন মুলুকেও উড়ছে গেরুয়া ধ্বজা! বিশ্বজুড়ে রামের বন্দনা

Soumya Saha |

Jan 16, 2024 | 9:31 AM

Ayodhya Ram Mandir: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে আবেগে ভাসছেন প্রবাসীরাও। মার্কিন মুলুকেও উড়ছে গেরুয়া ধ্বজা। সম্প্রতি নিউ জার্সির ইডিসন শহরে এক বিশাল গাড়ি মিছিলের আয়োজন করা হয়েছিল। সব গাড়ির সঙ্গে উড়ছে গেরুয়া ধ্বজা। প্রায় সাড়ে তিনশোর বেশি গাড়ি সারি সারি দিয়ে চলল মিছিল করে।

VIDEO: মার্কিন মুলুকেও উড়ছে গেরুয়া ধ্বজা! বিশ্বজুড়ে রামের বন্দনা
নিউ জার্সিতে গেরুয়া ধ্বজা
Image Credit source: Twitter

Follow Us

নিউ জার্সি: অপেক্ষা আর হাতে গোনা কয়েকটা দিন। ২২ জানুয়ারি বহু প্রতীক্ষিত রাম মন্দিরের মেগা উদ্বোধন। তার আগে সেজে উঠছে মন্দিরনগরী অযোধ্যা। গোটা দেশে সাজো সাজো রব। উৎসবের মেজাজ। অকাল দীপাবলি পালনের অপেক্ষায় গোটা দেশ। শুধু দেশেই নয়, দেশের বাইরেও উচ্ছ্বাস কম নয়। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে আবেগে ভাসছেন প্রবাসীরাও। মার্কিন মুলুকেও উড়ছে গেরুয়া ধ্বজা। সম্প্রতি নিউ জার্সির ইডিসন শহরে এক বিশাল গাড়ি মিছিলের আয়োজন করা হয়েছিল। সব গাড়ির সঙ্গে উড়ছে গেরুয়া ধ্বজা। প্রায় সাড়ে তিনশোর বেশি গাড়ি সারি সারি দিয়ে চলল মিছিল করে। সঙ্গে উড়ল পতাকা, চলল শঙ্খধ্বনি। চলল ‘রাম-সিয়া-রাম’ গান। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে পুরোপুরি ফেস্টিভ মুডে নিউ জার্সির প্রবাসী ভারতীয়রা।

শুধু এই গাড়ি মিছিলই নয়, মার্কিন মুলুকের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে বড় বড় বিলবোর্ডও। বিশ্ব হিন্দু পরিষদের মার্কিন শাখা ও প্রবাসী হিন্দুদের সংগঠনের যৌথ উদ্যোগ ১০টি মার্কিন প্রদেশের বিভিন্ন জায়গায় ৪০টিরও বেশি বিলবোর্ড বসানো হয়েছে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে নিউ ইয়র্ক, নিউ জার্সি, টেক্সাস, জর্জিয়া-সহ বিভিন্ন জায়গায় বসানো হয়েছে বিশাল বিশাল বিলবোর্ড।

বিশ্ব হিন্দু পরিষদের আমেরিকা শাখার সাধারণ সম্পাদক তেজা এ শাহ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, নিউ জার্সির প্রবাসী হিন্দুরা আনন্দে মেতে উঠেছেন। তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গাড়ি নিয়ে মিছিল হচ্ছে। নিউ ইয়র্ক ও নিউ জার্সি জুড়ে বিলবোর্ড বসানো হচ্ছে। ২১ জানুয়ারি রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপনের জন্য অপেক্ষা করছেন সকলে। প্রত্যেকের মধ্যেই উৎসাহ, উদ্দীপনা চোখে পড়ার মতো।