রোম: মেরুদণ্ডে ঠাণ্ডা স্রোত বয়ে যাওয়ার মতো দৃশ্য। সার্কাস প্রশিক্ষকের উপর পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল একটি বাঘ। কামড় বসালো তাঁর ঘাড়ে, পায়ে। সামনে বসে থাকা দর্শকরা সেই সময় আতঙ্কে চিৎকার করছেন। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইতালীর লিস প্রদেশে। সার্কাসের প্রদর্শনী চলাকালীন সার্কাস প্রশিক্ষকের উপর হামলা চালায় ওই সার্কাসের একটি প্রশিক্ষণপ্রাপ্ত বাঘ। সবথেকে বড় কথা গা শিরশিরে ভয়ঙ্কর মুহূর্তটি ধরা পড়েছে মোবাইল ক্যামেরায়। সেই ভিডিয়ো ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে সার্কাস প্রশিক্ষক ইভান ওরফেই সার্কাসের অন্য একটি বাঘকে নিয়ে ব্যস্ত। সেই সময়ই দ্বিতীয় একটি বাঘ তাঁর উপর পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে। ৩১ বছর বয়সী ওই প্রশিক্ষক মাটিতে পড়ে যান। সেই অবস্থায় বাঘটি তাঁর ঘাড়ে কামড় দেয়। দাঁত বসিয়ে দেয় ওরফেইয়ের পায়ে। ব্যথায় চিৎকার করে ওঠেন ওরফেই। বাঘটির খপ্পর থেকে নিজেকে মুক্ত করার জন্য লড়াই করতে দেখা যায় তাঁকে। অন্যদিকে আতঙ্কে চিৎকার করে ওঠেন দর্শকরা।
দেখুন ভাইরাল ভিডিওটি –
Incidente al Circo per #ivanorfei, attaccato alle spalle da una Tigre davanti ai bimbi del pubblico
Ricoverato in codice rosso#circo #Orfei pic.twitter.com/VgYDvuxkJT— SALLY (@LaSamy65280885) December 31, 2022
এরপর ওরফেইয়ের সহকারী একটি টেবিল দিয়ে বাঘটিকে আঘাত করে। তাতেই বাঘটির থাবা থেকে মুক্তি পান ইভান ওরফেই। ঘাড়, পা ও হাতে গভীর ক্ষত-সহ তাঁকে দ্রুত ভিটো ফাজি নামে কাছেরক এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যক্রমে, তাঁর প্রাণের ঝুঁকি ছিল না। তবে, ঘাড়, পা ও হাতের ক্ষত নিয়ে বর্তমানে তিনি ওই হাসপাতালেই ভর্তি আছেন। তাঁর আঘাতের চিকিৎসা চলছে। দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকরা। এদিকে, প্রশিক্ষণপ্রাপ্ত বাঘটি কেন হঠাৎ ক্ষেপে গেল, তা নিয়ে বিস্মিত সার্কাস সংস্থা। ওই দিনের শোয়ের পর তাকে বিচ্ছিন্নভাবে রাখা হয়েছে। পশু চিকিৎসকরা তার পরীক্ষা করছেন।
এই ভয়ঙ্কর ঘটনার পর, সার্কাস সংস্থা জানিয়েছে, ইভান, একজন অত্যন্ত দক্ষ পেশাদার প্রশিক্ষক। শো চলাকালীন বাঘের হামলায় তিনি আহত হয়েছেন, তবে তাঁর আঘাত খুব গুরুতর নয়। তাঁর প্রাণহানির কোনও উদ্বেগ নেই। তবে এই ঘটনার দায় যাতে বাঘটির উপর না চাপানো হয়, বারবার করে সেই অনুরোধ করেছে সার্কাস সংস্থা। তারা জানিয়েছে, প্রাণীদের তারা অত্যন্ত ভালবাসে। ইভানও তার নিজের শোতেই দর্শকদের তা বুঝিয়ে দিয়েছেন। বাঘ অত্যন্ত চিত্তাকর্ষক প্রাণী। তাদের নিয়ন্ত্রণ করা এবং মানুষের সঙ্গে বিশ্বস্ত সম্পর্ক তৈরি করা একটা শিল্প। শত শত বছর ধরে এই শিল্পের চর্চা চলছে। এই ঘটনাটি একেবারেই একটি দুর্ঘটনা বলেই দাবি করেছে তারা। ইভান খুব শীঘ্রই ফের রিংয়ে ফিরবেন বলে আশা প্রকাশ করেছে সার্কাস সংস্থা।