লন্ডন: তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন, তবে ভারতীয় বংশোদ্ভূত তো। তাই তাঁর বাড়িতে, মা পিঠে-পায়েসের মতো মিষ্টি বানাবেন না, তাও কি হয়? ঋষি সুনকের মা-ও বাড়িতে বরফি তৈরি করেন। সরকারি বৈঠক চলাকালীন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির খিদে পাওয়ায়, মায়ের তৈরি সেই বরফিই তাঁকে খাওয়ালেন ঋষি। ভোলোদিমির জেলেনস্কিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারতীয় মিষ্টি খাওয়ানোর সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি ঋষি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী জানিয়েছেন, জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের দিন কয়েক আগেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর মা। সেই সময়ই ঋষির জন্য নিজে হাতে বরফি তৈরি করে নিয়ে এসেছিলেন তিনি।
ভিডিয়োটির ক্যাপশনে ঋষি সুনক লিখেছেন, “ভোলোদিমির জেলেনস্কি মায়ের ঘরে তৈরি মিষ্টি খাচ্ছেন এমনটা রোজ রোজ হয় না। আমার মা বাড়িতে কিছু ভারতীয় মিষ্টি তৈরি করে আমার জন্য এনেছিলেন। এই মিষ্টির নাম বরফি। সোমবার প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। আমরা কথা বলছিলাম। সেই সময় তাঁর খিদে পেয়েছিল। তাই আমি তাঁকে আমার মায়ের তৈরি কিছু বরফি দিয়েছিলাম, যা পেয়ে দেখে খুবই খুশি হয়েছিলেন। আর এতে আমার মাও রোমাঞ্চিত হয়েছেন।”
ঋষি সুনক এই ভিডিয়োটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বিশেষ করে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে ঋষি ভারতীয় মিষ্টি দেওয়ায় ভারতীয় নেটিজেনরা উচ্ছ্বসিত। ভিডিয়োটি দেখে এক ভারতীয় টুইটার ব্যবহারকারী লিখেছেন, “আপনি সাধারণ মানুষ হোন কি প্রধানমন্ত্রী, মায়ের ঘরে তৈরি বরফি ছাড়া থাকতে পারবেন না। এটা আসলে মায়ের ভালবাসা।” আরেকজন বলেছেন, “এটি খুবই সুন্দর, মায়ের তৈরি বরফি কারও কাছে কতটা আদরের, তা আমরা সবাই বুঝতে পারি।” আরেক ব্যক্তি দাবি করেছেন, ঋষি সুনকের মায়ের তৈরি বরফি তিনিও চেখে দেখেছেন। তিনি বলেছেন, “অনেক স্মৃতি ফিরিয়ে আনলে ঋষি! তোমার মা যখন ফার্মেসিতে ভারতীয় মিষ্টি নিয়ে এসেছিলেন, তখন আমিও সেই মিষ্টি খেয়েছিলাম, খুব ভাল লেগেছিল।”
উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি তাঁর ঝটিকা ইউরোপ সফরের অংশ হিসেবে ব্রিটেনে এসেছিলেন। তাঁর এই সফরের লক্ষ্য ছিল রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানানোর জন্য নতুন করে অস্ত্র সংগ্রহ করা। জেলেনস্কির সফরের সময়, সুনক তাঁকে কয়েকশো বিমান প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন ড্রোন প্রদান করার আশ্বাস দিয়েছেন। এর মধ্যে ২০০ কিলোমিটারের বেশি পাল্লার নতুন হামলাকারী ড্রোনও রয়েছে। আগামী কয়েক মাসে এই সকল অস্ত্রশস্ত্র ইউক্রেনে পাঠাবে ব্রিটেন। ঋষি সুনক বলেছেন, “নিরলস ও নির্বিচার হামলা ঠেকাতে ইউক্রেনের প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের স্থিতিশীল সমর্থন।” ব্রিটেনের সহায়তার আশ্বাস পেয়ে জেলেনস্কি বলেছেন, “সমস্ত ইউক্রেনীয়দের পক্ষ থেকে, আমাদের সৈন্যদের পক্ষ থেকে, আমি ব্রিটেনকে কৃতজ্ঞতা জানাচ্ছি।” এই আশ্বাসের সঙ্গে সঙ্গে, ঋষির মায়ের হাতে তৈরি বরফির আস্বাদও যে তিনি ইউক্রেনে ফিরিয়ে নিয়ে গিয়েছেন, তা বলাই বাহুল্য।