সারে: দুই অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে নিহত খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর (Hardeep Singh Nijjar)। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে শহরের গুরু নানক শিখ গুরুদ্বারের পার্কিং লটে গুলি করে হত্যা করা হয়েছে এই খালিস্তানপন্থী নেতাকে। গুরু নানক শিখ গুরুদ্বারের সভাপতি ছিল সে। গত বছরই তাকে ‘ওয়ান্টেড টেরোরিস্ট’ বলে ঘোষণা করেছিল ভারত সরকার। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় গুরু নানক শিখ গুরুদ্বারের পার্কিং লটে, হরদীপ সিং নিজ্জর নিজের গাড়িতে বসার সঙ্গে সঙ্গে দুই বন্দুকধারী এসে কাছ থেকে গুলি করে হত্যা করে তাকে। এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় শিখ সম্প্রদায়ের মধ্যে। গুরুদ্বার সংলগ্ন এলাকায় তাদের পথ অবরোধ করতে দেখা গিয়েছে।
A roadblock has been set up in front of the Gurdwara in response to a tragic shooting incident resulting in the death of Hardeep Singh Nijjar. The blockage is affecting both directions of 120th St in Surrey, specifically b/w 70th Ave & 72nd Ave. Meanwhile, members of the Sangat… pic.twitter.com/aaoCuB6arc
— Sarbraj Singh Kahlon (@sarbrajskahlon) June 19, 2023
বর্তমানে কানাডাবাসী হলেও, তার জন্ম ও বেড়ে ওঠা জলন্ধরের এক গ্রামে। ‘শিখস ফর জাস্টিস’ বা এসএফজে (SFJ) সংগঠনের সঙ্গে যুক্ত ছিল হরদীপ সিং নিজ্জর। সেই সঙ্গে খালিস্তানিপন্থী জঙ্গি সংগঠন, ‘খালিস্তান টাইগার ফোর্সে’র কানাডার প্রধানও ছিল সে। দুই খালিস্তানি সংগঠনই ভারতে নিষিদ্ধ। কানাডার ব্রাম্পটন শহরে খালিস্তানি গণভোট আয়োজনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ-র তদন্ত রিপোর্ট অনুযায়ী, ভারতে সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিতে খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী দল তৈরি করছিল নিজ্জর। এর জন্য সদস্য সংগ্রহ থেকে শুরু করে তাদের প্রশিক্ষণ, অর্থের জোগান – সমস্ত কিছুর সঙ্গেই সক্রিয়ভাবে জড়িত ছিল সে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে উস্কানিমূলক এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েও দেওয়ার সঙ্গেও যোগ ছিল তার। তাকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ লক্ষ টাকার নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
It is with great sorrow that we report the tragic incident where Bhai Hardeep Singh Nijjar, the Director of SFJ in Canada & President of Guru Nanak Sikh Gurdwara, was fatally shot in the parking lot of the gurdwara at 8:27 p.m. Witnesses reported that two gunmen fled after… pic.twitter.com/bpBivrlB0V
— Sarbraj Singh Kahlon (@sarbrajskahlon) June 19, 2023
২০২১ সালের ৩১ জানুয়ারি জলন্ধরে কমলদীপ শর্মা নামে এক পুরোহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে নিজ্জর-সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল বা এনআইএ। এই মামলার চার্জশিটে অন্য যে তিনজনের নাম ছিল, তারা হল – কমলজিৎ শর্মা, রাম সিং এবং হরদীপ সিং নিজ্জরের ঘনিষ্ঠ সহযোগী অর্শদীপ সিং ওরফে প্রভ। নিজ্জর এবং প্রভের নির্দেশেই কমলজিৎ শর্মা এ রাম সিং ওই পুরোহিতের উপর হামলা চালিয়েছিল বলে জানিয়েছিল এনআইএ। তদন্তকারীদের মতে, পঞ্জাবের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করার জন্যই কানাডায় বসে ওই পুরোহিতকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল অর্শদীপ এবং নিজ্জর।
Hardeep Singh Nijjar, Khalistan Tiger Chief (KTF), a designated terrorist shot dead by two unidentified youths within the Gurdwara Sahib premises in Canada’s Surrey.
Nijjar was wanted in at least four NIA cases pertaining to Sikh radicalism.#KhalistaniTerroists pic.twitter.com/SIDRTQ3gU2
— PunNewj ?? (@punnewj) June 19, 2023
এই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কানাডা সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল ভারত। গত বছর পঞ্জাব পুলিশ কানাডার কাছে নিজ্জরকে ভারতে ফেরানোর দাবি জানায়। রাজ্যে ফের সন্ত্রাসবাদকে উসকে দেওয়ার অভিযোগে তাকে ‘ওয়ান্টেড’ বলে ঘোষণা করেছিল পঞ্জাব পুলিশ। ২০১৫ সালেই তার বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার জারি করেছিল পুলিশ, ২০১৬-য় জারি করা হয় রেড কর্নার নোটিশ। এরপর, ২০২০ সালের জুলাই মাসে নিজ্জরকে ‘ইন্ডিভিজুয়াল টেরোরিস্ট’ বা ‘ব্যক্তি সন্ত্রাসবাদী’ হিসাবে চিহ্নিত করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।