Mass Shooting: রবিবার দিনভর শিকাগো, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটনে দাপিয়ে বেড়াল বন্দুকবাজরা, মৃত কমপক্ষে ৬

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 19, 2023 | 9:23 AM

USA Gunman Attack: রবিবার রাতে ওয়াশিংটন স্টেট ক্য়াম্পগ্রাউন্ডে একটি সঙ্গীতানুষ্ঠান চলাকালীন এক ব্যক্তি ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ওই ঘটনায় দুইজনের মৃত্যু হয় এবং দুইজন আহত হন। পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Mass Shooting: রবিবার দিনভর শিকাগো, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটনে দাপিয়ে বেড়াল বন্দুকবাজরা, মৃত কমপক্ষে ৬
প্রতীকী ছবি।

Follow Us

শিকাগো: মার্কিন মুলুকে ফের গণহত্যা। একাধিক জায়গায় চলল গুলি। বন্দুকবাজের (Gunman Attack) হামলায় প্রাণ গেল কমপক্ষে ৬ জনের। আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। হামলায় পেনসিলভেনিয়ার একজন স্টেট ট্রুপারেও মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, রবিবার শিকাগো(Chicago), ওয়াশিংটন স্টেট (Washington State), পেনসিলভেনিয়া (Pennsylvania), সেন্ট লুইস (St Luise), দক্ষিণ ক্যালিফোর্নিয়া (Southern California) ও বাল্টিমোরে হামলা চলে। কোথাও সামান্য় বচসার জেরে, কোথাও আবার আচমকাই সাধারণ মানুষের উপরে চড়াও হয়ে গুলি চালায় বন্দুকবাজরা।

রবিবার সকালে শিকাগোর পার্কিং লটে প্রথম গুলি চলার ঘটনা ঘটে। ওই পার্কিং লটে জুনেটিন্থ অনুষ্ঠান পালন করা হচ্ছিল, প্রায় শতাধিক মানুষ জমায়েত হয়েছিলেন সেখানে। হঠাৎই বেশ কয়েকজন বন্দুকবাজ চড়াও হয় এবং এলোপাথাড়ি গুলি চালাতো শুরু করে। কমপক্ষে ২৩ জন গুলিবিদ্ধ হয় ওই হামলায়। কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনও অজানা। পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে।

অন্যদিকে, রবিবার রাতে ওয়াশিংটন স্টেট ক্য়াম্পগ্রাউন্ডে একটি সঙ্গীতানুষ্ঠান চলাকালীন এক ব্যক্তি ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ওই ঘটনায় দুইজনের মৃত্যু হয় এবং দুইজন আহত হন। পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

মধ্য় পেনসিলভেনিয়াতেও বন্দুকবাজের হামলা চলে। পুলিশের ব্যারাকে পেট্রোলিং গাড়ি গুলিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়। আরেক আহত স্টেট ট্রুপার কয়েক মাইল ধাওয়া করার পর অভিযুক্তকে আটক করে। বাকি বাহিনী হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছলে গুলির লড়াই শুরু হয়। পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু হয়।

রবিবার ভোরে সেন্ট লুইসেও একটি অফিস বিল্ডিংয়ে গুলি চলে। ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়, গুরুতর আহত হয় আরও নয়জন নাবালক। ইতিমধ্যেই অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি পুল পার্টিতেও গুলি চলে। আহত হন কমপক্ষে ৮ জন।

Next Article