বেজিং: লিফ্টে উঠেছিল এক কিশোর। লিফ্ট চলছিল। কিন্তু চলন্ত লিফ্টের মধ্যেই প্রস্রাব করা শুরু করে ওই কিশোর। লিফ্টের বাটনের গায়ে মূত্রত্যাগ করছিল সে। এর জেরেই শুরু হয় বিপত্তি। কাঙ্খিত ফ্লোর এসে গেলেও খোলেনি লিফ্টের দরজা। সমস্যা দেখা দেয় লিফ্টে। তখন আতঙ্কিত হয়ে লিফ্টের একাধিক সুইচ টিপতে শুরু করে ওই কিশোর। কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় লিফ্টের সমস্ত আলো। এর জেরে অন্ধকার নেমে আসে লিফ্টে।
সম্প্রতি এ রকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। চিনের পাবলিক সিকিউরিটি মন্ত্রকের তরফে এই ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। ভিডিয়োটি লিফ্টের সিসিটিভির। যদিও এই ঘটনা সম্প্রতি ঘটেনি। বছর খানেক আগে ঘটনাটি ঘটেছে বলে চিনা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। চিনের সরকারের তরফে এই ভিডিয়ো প্রকাশ করে বাচ্চাদের সঠিক শিক্ষার গুরুত্বের কথা অভিভাবকদের জানানো হয়েছে।
চিনের পাবলিক সিকিউরিটি মন্ত্রকের পাশাপাশি বেজিং নিউজও প্রকাশ করেছে এই ভিডিয়ো। ১ কোটি ২০ লক্ষ বারেরও বেশি দেখা হয়েছে সেই ভিডিয়ো। এই ভিডিয়ো দেখে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ বলেছেন, “নিজ কর্মের যোগ্য শাস্তি পেয়েছে ওই কিশোর।” কেউ বলেছেন, “লিফ্ট সারানোর সমস্ত খরচ কিশোরের অভিভাবকদের থেকে নেওয়া উচিত।”
চিনের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, লিফ্ট কাজ করা বন্ধ করে দেওয়ার জেরে কোনও ক্ষতি হয়নি ওই কিশোরের। লিফ্ট থেকে তাঁকে উদ্ধারও করা হয়েছিল। তবে এই ভিডিয়ো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে নেটমহলে।