Viral Video : গাড়িতে বসে বার্গার খাচ্ছিল কিশোর, ধেয়ে এল পুলিশের গুলি, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 08, 2022 | 7:00 PM

Viral Video : গাড়িতে বসে বার্গার খাচ্ছিল কিশোর। তখনি ধেয়ে এল পুলিশের গুলি। পরে ভিডিয়ো প্রকাশ হতেই সেই পুলিশকে বরখাস্ত করা হয়েছে।

Viral Video : গাড়িতে বসে বার্গার খাচ্ছিল কিশোর, ধেয়ে এল পুলিশের গুলি, দেখুন ভিডিয়ো
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

ওয়াশিংটন : গাড়িতে বসে বার্গার খাওয়াই হল কাল? আমেরিকার সান অ্যান্টনিও শহরের ম্যাকডোনাল্ডের পার্কিংয়ে গাড়িতে বসে বার্গার খাচ্ছিল ১৭ বছরের এরিক ক্যান্টু। আর খাওয়ার সময় আচমকাই পুলিশ এসে প্রশ্ন করেন সেই কিশোরকে। আর এরিক পালানোর চেষ্টা করলে তার গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকেন। এই গোটা ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই গত শুক্রবার সেই পুলিশকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

গত রবিবার স্যান অ্যান্টোনিও-র ঘটনা। সেদিন একটি বার্গারের দোকানে গন্ডগোল বাঁধায় থানায় খবর দেওয়া হয়। তারপরই ম্যাকডোনাল্ডসের সেই কাউন্টারে এসে পুলিশ পৌঁছোয়। আর সেই ম্যাকডোনাল্ডসের পার্কিংয়ে গাড়িতে বসে বার্গার খাচ্ছিল এক কিশোর। সেইসময় এক স্যান অ্যান্টোনিও পুলিশকর্মী ১৭ বছর বয়সী কিশোরকে জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেই পুলিশ আধিকারিক কিশোরকে পার্কিংয়ের জায়গা ছেড়ে দিতে বলেন। এরপর কারণ জানতে চায় কিশোর। এই প্রশ্নের পরই কিশোরকে হেনস্থা করেন ওই পুলিশ আধিকারিক। তারপর কিশোর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে সেই গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি চালাতে থাকেন পুলিশ আধিকারিক।

যদিও প্রাথমিকভাবে এই কিশোর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ওই কিশোর গাড়িতে করে পালানোর চেষ্টা করছিল। পরে এই ভিডিয়ো প্রকাশ্য়ে আসতেই আসল সত্যি ধরা পড়েছে। তারপর কিশোরের বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করেছে স্যান অ্যান্টিনিও-র পুলিশ। এই ভিডিয়োতে দেখা গিয়েছে, পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিক। দরজা খুলে সেই কিশোরকে গাড়ি থেকে নেমে আসতে বলেন। তখন গাড়ির সামনের সিটে বসেই বার্গার খাচ্ছিল এরিক। তাকে এই নির্দেশ দেওয়া হচ্ছে কেন প্রশ্ন করে কিশোর। সেই প্রশ্ন শুনেই তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে আনার চেষ্টা করেন পুলিশ আধিকারিক। সেইসময় গাড়ি চালিয়ে বেরিয়ে যায় এরিক। তারপরই গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে পুলিশ অফিসার। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এরিকের বেশ কয়েকটি গুলি লেগেছে। তার পাশে এক কিশোরীও বসেছিলেন। যদিও সে কোনওভাবে আহত হয়নি। এই গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন স্যান অ্যান্টোনিও শহরের পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকনানাস। তিনি বলেছেন, ‘সেই রাতে ওই অফিসার যা করেছিলেন তার সমর্থনে আমার কিছু বলার নেই।’ পুলিশের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, সেদিন বার্গারের সঙ্গে এরিকের কোনও যোগাযোগ নেই।

Next Article