Vladimir Putin: বজায় রইল পুতিনরাজ, ফের নির্বাচিত হলেন রাশিয়ার প্রেসিডেন্ট পদে
Russia President Election: সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ভ্লাদিমির পুতিন ৮৭.৯৭ শতাংশ ভোট পেয়ে ফের একবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। পুতিনের বিরোধীরা ধোপে টিকতে পারেনি তাঁর সামনে। কবে পুতিন ফের প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
মস্কো: বিরোধিতা-সমালোচনা ছিল অনেক, কিন্তু সব কিছুকে টপকিয়ে রাশিয়ায় আবার পুতিনরাজ। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ফের একবার জয়ী হলেন ভ্লাদিমির পুতিন। রবিবারই রাশিয়ার নির্বাচনের ফল প্রকাশ হয়, দেখা যায়, ৮৮ শতাংশ ভোট পেয়েছেন পুতিন।
রাশিয়ার সংবাদমাধ্যম এবং সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ভ্লাদিমির পুতিন ৮৭.৯৭ শতাংশ ভোট পেয়ে ফের একবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। পুতিনের বিরোধীরা ধোপে টিকতে পারেনি তাঁর সামনে। কবে পুতিন ফের প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
যদিও বিরোধীদের অভিযোগ, সরকার বিরোধীদের কণ্ঠরোধ করছে। দেশের বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। রবিবার ভোটিং বুথের বাইরে বিপুল সংখ্যক জনগণ জমায়েত হয়ে বিক্ষোভ দেখান।
প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে তিনজন “টোকেন” প্রার্থীকে দাঁড় করানো হয়েছিল। এদের মধ্যে কেউ-ই পুতিনের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা বা সমালোচনা করেনি। ভোটারদের একাংশের অভিযোগ, তাদের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের কোনও বিকল্পকে বেছে নেওয়ার সুযোগই দেওয়া হয়নি।