Vladimir Putin: রাশিয়ার মসনদে ফের পুতিন? বড় সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্টের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 07, 2023 | 5:18 PM

Vladimir Putin: ১৯৯৯ থেকে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন ভ্লাদিমির পুতিন। সেই থেকে এখনও পর্যন্ত হয় প্রধানমন্ত্রী, নয়ত প্রেসিডেন্ট পদে রয়েছেন তিনি। সূত্রের খবর, বিভিন্ন ওপিনিয়ন পোল বলছে, ৮০ শতাংশ সমর্থন আছে পুতিনের কাছে।

Vladimir Putin: রাশিয়ার মসনদে ফের পুতিন? বড় সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্টের
ভ্লাদিমির পুতিন
Image Credit source: twitter

Follow Us

মস্কো: কিছুদিন আগেই শোনা গিয়েছিল অসুস্থ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পর জল্পনা তৈরি হয়েছিল, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আর লড়বেন কি না। তবে সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্ট বলছে, ২০২৪-এও নির্বাচনে লড়বেন পুতিন। সব ঠিক থাকলে ২০৩০ পর্যন্ত তাঁকেই রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতায় দেখা যাবে। সূত্রের খবর, নির্বাচনে ফের লড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ৭১ বছর বয়সী পুতিন। শুধু তাই নয়, তাঁর নির্বাচনী প্রচারের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে সূত্রে। এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি।

সাম্প্রতিক ঘটনাক্রম অনুযায়ী, রাশিয়ার নির্বাচনের দিকে তাকিয়ে আছে বিশ্বের সব মহল। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর প্রেসিডেন্ট বদল হলে কী সমীকরণ হবে, কী হবে অবস্থান, তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে অন্য কাউকে পুতিন জায়গা ছাড়তে রাজি নন বলেই জানা যাচ্ছে।

১৯৯৯ থেকে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন ভ্লাদিমির পুতিন। সেই থেকে এখনও পর্যন্ত হয় প্রধানমন্ত্রী, নয়ত প্রেসিডেন্ট পদে রয়েছেন তিনি। সূত্রের খবর, বিভিন্ন ওপিনিয়ন পোল বলছে, ৮০ শতাংশ সমর্থন আছে পুতিনের কাছে। তাই নির্বাচনে লড়লে জেতাটা শুধুই সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, ১৯৯৯ সালে রাশিয়ার প্রধানমন্ত্রী হন প্রাক্তন গোয়েন্দা কর্তা পুতিন। ২০০০ সালে ফের একবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। এরপর প্রেসিডেন্ট ইস্তফা দেওয়ায় পুতিন প্রেসিডেন্ট হন। ২০০৪ সালে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরপর দু’বারের বেশি প্রেসিডেন্ট হওয়া যেত না রুশ সংবিধান অনুযায়ী। তাই ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এরপর ফের প্রেসিডেন্ট পদে ফেরেন পুতিন। ২০২১ সালে রাশিয়ায় তৈরি হয় আইন, যাতে আরও প্রেসিডেন্টের মেয়াদ বাড়ে আরও। অর্থাৎ দুবার নয়, চার বার প্রেসিডেন্ট হতে পারবেন একই ব্যক্তি। ফলে পুতিনের ফের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তিনি চাইলে বা নির্বাচিত হলে ২০৩৬ পর্যন্তও প্রেসিডেন্ট পদে থাকতে পারেন তিনি।

Next Article