Ukraine army chief advisor killed: জন্মদিনের উপহারই মৃত্যুর কারণ ইউক্রেনের সেনা প্রধানের উপদেষ্টার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 07, 2023 | 2:24 PM

Ukraine army chief advisor: চাস্তিয়াকোভ তাঁর জন্মদিনে এক বাক্স গ্রেনেড উপহার দিয়েছিলেন। তিনি সেটি হাতে নিয়ে ছেলেকে দেখাচ্ছিলেন। তারপর ছেলের থেকে দূরে গ্রেনেড বাক্সটি রাখার পর মুহূর্তেই সেটি বিস্ফোরিত হয়। আরও দুটি গ্রেনেড উপহার বাজেয়াপ্তও করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Ukraine army chief advisor killed: জন্মদিনের উপহারই মৃত্যুর কারণ ইউক্রেনের সেনা প্রধানের উপদেষ্টার
বার্থ ডে পার্টিতে ইউক্রেনের সেনা প্রধানের উপদেষ্টা মেজর জেন্নাদিই চাস্তিয়াকোভের মৃত্যু।
Image Credit source: facebook

Follow Us

কিয়েভ: যুদ্ধ পরিচালনা করাই পেশা। তাই জন্মদিনে উপহারও পেয়েছিলেন যুদ্ধের সামগ্রী। ভাবতে পারেননি, সেই জন্মদিনের উপহারই মৃত্যুর কারণ হবে। বার্থ-ডে পার্টিতেই জন্মদিনের উপহার পাওয়া গ্রেনেড বিস্ফোরণ হয়ে মৃত্যু হয়েছে ইউক্রেনের সেনা প্রধানের উপদেষ্টার (Ukraine Army Chief Advisor)। মর্মান্তিক ঘটনাটির খবর নিশ্চিত করেছেন ইউক্রেনের সেনা প্রধান (Ukraine Army Chief) জেনারেল ভ্যালারি জালুঝনি।

ইউক্রেনের সেনা প্রধান জেনারেল ভ্যালারি জালুঝনির উপদেষ্টা ছিলেন মেজর জেন্নাদিই চাস্তিয়াকোভ। জন্মদিনে পাওয়া একবাক্স গ্রেনেড ফেটেই মৃত্যু হয়েছে মেজর চাস্তিয়াকোভের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার। ঘটনায় শোকপ্রকাশ করে জেনারেল ভ্যালারি জালুঝনি বলেন, “আমার সহকারী ও ঘনিষ্ঠ বন্ধু মেজর জেন্নাদিই চাস্তিয়াকোভের জন্মদিনেই মৃত্যু হয়েছে।”

গ্রেনেড বিস্ফোরণের বিষয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেনকো এক বিবৃতিতে বলেন, চাস্তিয়াকোভ তাঁর জন্মদিনে এক বাক্স গ্রেনেড উপহার দিয়েছিলেন। তিনি সেটি হাতে নিয়ে ছেলেকে দেখাচ্ছিলেন। তারপর ছেলের থেকে দূরে গ্রেনেড বাক্সটি রাখার পর মুহূর্তেই সেটি বিস্ফোরিত হয়। চাস্তিয়াকোভের এক জুনিয়ার সেনাকর্মী এই গ্রেনেড উপহার দিয়েছিলেন বলে পুলিশ চিহ্নিত করেছে। আরও দুটি গ্রেনেড উপহার বাজেয়াপ্তও করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, চাস্তিয়াকোভের স্ত্রী ও চার সন্তান রয়েছে। জন্মদিনের পার্টিতে তাঁর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পাশাপাশি ইউক্রেনের সেনাবাহিনীতেও শোকের আবহ। ২০২২-এর ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে চাস্তিয়াকোভ ‘নিজেকে সম্পূর্ণভাবে দেশের জন্য উৎসর্গ করেছিলেন’ বলে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউক্রেনের সেনা প্রধান জেনারেল জালুঝনি। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে সেনাবাহিনীতে একটি বড় শূন্যতার সৃষ্টি হল।

Next Article