মস্কো: আচমকা নিখোঁজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আলেক্সি নাভালনি। এতদিন মস্কোর পূর্বে অবস্থিত ভ্লাদিমির অঞ্চলের আইকে-৬ পেনাল কলোনিতে বন্দি রাখা হয়েছিল। অতি সম্প্রতি সেখান থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) নাভালনির সহযোগীরা দাবি করেছেন, রাশিয়ার এই বিরোধী রাজনৈতিক নেতার বর্তমান অবস্থান সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্য নেই। চলতি বছরের অগস্টেই নাভালনিকে আরও ১৯ বছরের জন্য কারাদণ্ড দিয়েছিল এক রুশ আদালত। তারপর থেকেই তাঁকে আরও কঠোর কোনও কারাগারে স্থানান্তর করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল নাভালনির সমর্থকরা। এদিন, নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশকে উদ্ধৃত করে, সংবাদ সংস্থা রয়টার্সের জানিয়েছে, মেলেখভো শহরের আইকে -৬ কলোনির কর্মীদের মতে, ওই কারাগার থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাভালনিকে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে করা এক পোস্টে কিরা ইয়ারমিশ বলেছেন, “ওরা তাঁকে কোথায় নিয়ে গিয়েছে, সেটাও ওরা বলতে চাইছে না।” সামনেই রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। ইতিমধ্যেই তার জন্য প্রচার শুরু হয়ে গিয়েছে। এই নির্বাচনে আরও ছয় বছরের জন্য প্রেসিডেন্ট পদে থাকার জন্য তৈরি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। যুদ্ধের বাজারে পুতিনের জনপ্রিয়তা আর আগের জায়গায় নেই। ক্রমে দেশে তাঁর বিরোধীদের সংখ্যা বাড়ছে। ঠিক সেই সময়ই ঘনিয়ে উঠল আলেক্সি নাভালনি অন্তর্ধান রহস্য। নাভালনির সহযোগী লিওনিড ভলকভ এক্স-এ পোস্ট করেছেন, “সময়টা কাকতালীয়। ক্রেমলিন থেকে সরাসরি রাশিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই নির্বাচনে পুতিনের প্রধান প্রতিপক্ষ কে, তা গোপনীয় নয়। নাভালনির কন্ঠস্বর যাতে শোনা না যায়, তা নিশ্চিত করতে চান তিনি (পুতিন)। ”
ক্রেমলিনের পক্ষ থেকে এখনও পর্যন্ত নাভালনির নিখোঁজ হওয়ার দাবির বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। কারাগারে বন্দি থাকা অবস্থাতেও নাভালনি প্রায়শই তাঁর আইনজীবীদের মাধ্যমে ক্রেমলিনকে আক্রমণ করা চালিয়ে গিয়েছেন। কারাগারের ভিতরে তাঁর উপর কী পরিমাণ অত্যাচার চালাচ্ছে পুতিন প্রশাসন, তাও নিয়মিত জানাতেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়েও পুতিনের নিন্দা করেছেন তিনি। গত অক্টোবর মাসে ‘চরমপন্থী’ কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে নাভালনির তিন আইনজীবীকে গ্রেফতার করেছিল রুশ সরকার।