PM Modi: ইজরায়েল-হামাস যুদ্ধে অসামরিকদের মৃত্যুর তীব্র নিন্দা মোদীর, জোট বাঁধার ডাক ‘গ্লোবাল সাউথ’কে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 17, 2023 | 11:16 AM

Voice of Global South Summit: ইসরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে মোদী জানান, ভারত সবসময়ই আলোচনার উপর জোর দিয়েছে। ভারত প্রথম থেকেই অসামরিক নাগরিকদের মৃত্যুর তীব্র নিন্দা করেছে। ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেছেন, এটাই গ্লোবাল সাউথের এক সুরে কথা বলার সময়।

PM Modi: ইজরায়েল-হামাস যুদ্ধে অসামরিকদের মৃত্যুর তীব্র নিন্দা মোদীর, জোট বাঁধার ডাক গ্লোবাল সাউথকে
অসামরিকদের মৃত্যুর তীব্র নিন্দা মোদীর গলায়
Image Credit source: PTI and AFP

Follow Us

নয়া দিল্লি: ইজরায়েল-হামাস যুদ্ধে অসামরিক নাগরিকদের মৃত্যুর তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১৭ নভেম্বর), দ্বিতীয় ‘ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট’-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ফের একবার
সারা বিশ্বের কল্যাণের জন্য গ্লোবাল সাউথ অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলিকে একত্রিত হওয়ার আহ্বান জানালেন। ইসরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে মোদী জানান, ভারত সবসময়ই আলোচনার উপর জোর দিয়েছে। ভারত প্রথম থেকেই অসামরিক নাগরিকদের মৃত্যুর তীব্র নিন্দা করেছে। ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেছেন, এটাই গ্লোবাল সাউথের এক সুরে কথা বলার সময়।

তিনি বলেন, “পশ্চিম এশিয় অঞ্চল থেকে নতুন চ্যালেঞ্জের উদ্ভব হচ্ছে, আমরা সবাই তা দেখছি। ৭ অক্টোবর ইজরায়েলে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, ভারত তার নিন্দা করেছে। আমরা সংযম রক্ষার আবেদনও করেছি। সংলাপ ও কূটনীতির উপর জোর দিয়েছি। ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে অসামরিক মানুষের মৃত্যুরও আমরা তীব্র নিন্দা জানাই। প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার পর, আমরা প্যালিস্তিনীয় জনগণের জন্য মানবিক সাহায্যও পাঠিয়েছি। এটাই সময়ই, গোটা বিশ্বের কল্যাণের জন্য গ্লোবাল সাউথের দেশগুলির ঐক্যবদ্ধ হওয়া উচিত।” প্রসঙ্গত, বৃহস্পতিবারই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে গাজায় অসামরিক নাগরিকদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। অসামরিকদের হতাহতের ঘটনা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছিল।

ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভৌগোলিকভাবে, সবসময় বিদ্যমান ছিল গ্লোবাল সাউথ । কিন্তু এই প্রথমবারের তাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। যৌথ প্রচেষ্টার কারণেই এটা সম্ভব হয়েছে। আমরা ১০০টিরও বেশি দেশ, কিন্তু আমাদের অগ্রাধিকার দেওয়া হয় না। গত বছর, জি২০ সম্মেলনের সময় আমরা, জনগণের দ্বারা এবং জনগণের জন্য উন্নয়নের দিকে মন দিয়েছিলাম। আমরা জানুয়ারিতে প্রথমবারের মতো ভয়েস অব গ্লোবাল সাউথের আয়োজন করেছি। ভারতের বিভিন্ন রাজ্যে দুশোরও বেশি বৈঠক হয়েছে। সেগলিতে, আমরা গ্লোবাল সাউথকে অগ্রাধিকার দিয়েছি। এর ফলে, গ্লোবাল সাউথের বিষয়গুলি নয়াদিল্লি ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা সকলের সম্মতি পেয়েছি। ভারতের প্রচেষ্টায় আফ্রিকান ইউনিয়ন জি-২০-এর স্থায়ী সদস্যপদ পেয়েছে। আমি এই ঐতিহাসিক মুহূর্তটি ভুলতে পারি না।”

Next Article