Japan Tsunami Warning: হু হু করে পিছিয়ে যাচ্ছে সমুদ্রের জল, তাইওয়ানের পর বড় বিপদের প্রহর গুনছে জাপান

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 03, 2024 | 8:57 AM

Japan Tsunami Warning: জাপানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তাইওয়ানে ভূমিকম্প হওয়ার আধ ঘণ্টা পরেই, জাপানের ইয়োনাগুনি আইল্যান্ডে সুনামি হয়। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ছিল ৩০ সেন্টিমিটার। ভূমিকম্পের যা তীব্রতা, তাতে বড়সড় মাপের সুনামি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Japan Tsunami Warning:  হু হু করে পিছিয়ে যাচ্ছে সমুদ্রের জল, তাইওয়ানের পর বড় বিপদের প্রহর গুনছে জাপান
জাপানে পিছিয়ে যাচ্ছে সমুদ্র।
Image Credit source: Twitter

Follow Us

টোকিয়ো: সাতসকালেই ভূমিকম্প তাইওয়ানে। শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে বুধবার কেঁপে ওঠে গোটা তাইওয়ান। ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী তাইপেই। শুধু তাইওয়ান নয়, ভূমিকম্প অনুভূত হয় জাপানেও। আর ভূমিকম্পের পরই জারি করা হয়েছে সুনামির সতর্কতা। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলি খালি করতে শুরু করেছে প্রশাসন। যেকোনও মুহূর্তেই সুনামি আছড়ে পড়তে পারে বলেই আশঙ্কা। সোশ্যাল মিডিয়াতেও এমন বেশ কিছু ভিডিয়ো সামনে এসেছে, যেখানে সমুদ্র উপকূল থেকে বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে।

রয়টার্স সূত্রে খবর, তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প হতেই জাপান সুনামির সতর্কতা জারি করে। ওকিনাওয়া প্রদেশের উপকূলবর্তী এলাকাগুলি খালি করতে বলা হয়েছে। বহু মানুষ বাড়িঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে গাড়ির লম্বা লাইনও দেখা গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সুনামি আছড়ে পড়লে ঢেউ ৩ মিটার বা ২৭ ফুট উচ্চতা অবধি পৌঁছতে পারে। জাপান মৌসম বিভাগ এমনটাই সতর্কতা জারি করেছে।

জাপানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তাইওয়ানে ভূমিকম্প হওয়ার আধ ঘণ্টা পরেই, জাপানের ইয়োনাগুনি আইল্যান্ডে সুনামি হয়। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ছিল ৩০ সেন্টিমিটার। ভূমিকম্পের যা তীব্রতা, তাতে বড়সড় মাপের সুনামি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের প্রথম দিনেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। ১ জানুয়ারি ৭.৬ মাত্রার ভূমিকম্প হয় জাপানের পশ্চিম উপকূলের ইশিকাওয়া প্রদেশে। ওই ভূমিকম্পে কমপক্ষে ২৩০ জনের মৃত্যু হয়েছিল। ৪৪ হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এমনিতেই জাপান অত্যন্ত ভূমিকম্প প্রবণ। সিসমিক অ্যাকটিভ জ়োনের উপরে এর অবস্থানের কারণে বিশ্বে ৬ মাত্রা বা তার বেশি মাত্রার যত ভূমিকম্প হয়, তার এক পঞ্চমাংশই জাপানে হয়। ২০১১ সালের ১১ মার্চ জাপানে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এরপরই ভয়াবহ সুনামিও আছড়ে পড়ে। জাপানের ইতিহাসে এটাই সবথেকে ভয়ঙ্কর ও শক্তিশালী ভূমিকম্প ছিল।

Next Article