নিউইয়র্ক: আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। এ রকমই কথা শোনা গেল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। জর্ডনে তিন মার্কিন সৈন্যের মৃত্যুর পরই সুর চড়ালেন ট্রাম্প। তীব্র ভর্ৎসনা করলেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। তাঁর নেতৃত্বের জন্য এ রকম পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ ট্রাম্পের। তিনি প্রেসিডেন্টের পদে থাকলে বিশ্বে যুদ্ধ আবহের এ ধরনের পরিস্থিতি তৈরি হত না বলেও দাবি তাঁর। এ বছরই রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন ট্রাম্প। জর্ডনের ঘটনার পর মধ্য প্রাচ্যের পরিস্থিতির জন্য নিজের উত্তরসূরিতেই কাঠগড়ায় তুলেছেন তিনি।
জর্ডনে ইরান সমর্থিক বাহিনীর হামলায় তিন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। আহত প্রায় ৪০ জওয়ান। এর পরই ট্রাম্পের হুঙ্কার, “জো বাইডেন কম্যান্ডার ইন চিফ থাকলে টিঁকবে না আমাদের দেশ।” এ নিয়ে একটি পোস্ট এক্স হ্যান্ডলে করেছেন ট্রাম্প। লিখেছেন, “তিন বছর আগে ইরান ছিল দুর্বল, পুরোপুরি নিয়ন্ত্রণাধীন। এর জন্য আমার সর্বোচ্চ চাপের নীতিকে ধন্যবাদ। এর পর জো বাইডেন এল। মধ্য প্রাচ্যের রক্ত বওয়ানোর কাজ শুরু করল। আমি প্রেসিডেন্ট থাকলে এ ধরনের ঘটনা ঘটত না। ইজরায়েলে ইরান সমর্থিত হামাসের হামলা কখনও হত না। এখনই বিশ্বে শান্তি ফেরানো প্রয়োজন। আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে…।”
ইজরায়েলে হামাসের হামলার পর থেকেই গাজায় যুদ্ধ শুরু হয়েছে। এর মধ্যে লেবাবনন-ইজরায়েল সীনান্তও অশান্ত হয়েছিল। এ দিকে লোহিত সাগরে হাউথি জঙ্গিরা একের পর এক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে। এর মোকাবিলাও করছে মার্কিন বাহিনী। এর মধ্যে জর্ডন-সিরিয়া সীমান্তে জঙ্গিদের হামলায় মৃত্যু হল মার্কিন সেনার। যাতে ইরানের মদত রয়েছে বলে অভিযোগ। এই সমগ্র পরিস্থিতি নিয়েই বাইডেনকে দুষেছেন ট্রাম্প।