ChatGPT-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ১ মাসের মধ্যে জবাব তলব

Soumya Saha |

Feb 01, 2024 | 6:30 AM

Open AI: কীভাবে কাজ করে এই চ্যাটজিপিটি? তা নিয়েই এবার প্রশ্ন তুলে দিল ইটালি। চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআই-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে ইটালি। তাদের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন ভাঙছে ওপেন এআই। বিষয়টি নিয়ে মার্কিন সংস্থার থেকে ৩০ দিনের মধ্যে জবাব তলব করেছে ইটালির তথ্য সুরক্ষা নিয়ামক সংস্থা।

ChatGPT-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ১ মাসের মধ্যে জবাব তলব
চ্যাটজিপিটি
Image Credit source: Pixabay

Follow Us

রোম: ডিজিটাল দুনিয়ায় এক আমূল পরিবর্তন এসেছে চ্যাটজিপিটি-র হাত ধরে। সব তথ্য হাতের মুঠোয় চলে এসেছে। একেবারে মুঠোফোনে। ওপেন এআই-এর হাত ধরে নতুন দিগন্ত খুলেছে গিয়েছে বলেও মনে করছেন অনেকে। কিন্তু কীভাবে কাজ করে এই চ্যাটজিপিটি? তা নিয়েই এবার প্রশ্ন তুলে দিল ইটালি। চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআই-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে ইটালি। তাদের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন ভাঙছে ওপেন এআই। বিষয়টি নিয়ে মার্কিন সংস্থার থেকে ৩০ দিনের মধ্যে জবাব তলব করেছে ইটালির তথ্য সুরক্ষা নিয়ামক সংস্থা।

ইটালির তথ্য সুরক্ষা নিয়ামক সংস্থার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, তারা লক্ষ্য করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাটফর্ম চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআই তথ্য সুরক্ষা আইন মানছে না। প্রসঙ্গত, এর আগে গত বছরেও বেশ কয়েক সপ্তাহের জন্য ইটালিতে চ্য়াটজিপিটি ব্লক করে দেওয়া হয়েছিল। ইটালিই ছিল, প্রথম কোনও পশ্চিমি দেশ যারা চ্যাটজিপিটির বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ করেছিল। তবে সেই সাময়িক নিষেধাজ্ঞার পর এবা ইটালির তথ্য সুরক্ষা নিয়ামক সংস্থা দাবি করছে, তাদের কাছে যে সব তথ্য-প্রমাণ রয়েছে, তা স্পষ্ট ইঙ্গিত করছে যে ওই সংস্থা ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন মানছে না।

এমন অবস্থায় তাই ওপেন এআই-কে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে ইটালির তথ্য সুরক্ষা নিয়ামক সংস্থা। ৩০ দিনের মধ্যে ওপেন এআই-এর থেকে এই বিষয়ে জবাব তলব করেছে তারা। প্রসঙ্গত, গত বছর ইটালির তরফে দাবি করা হয়েছিল, ওপেন এআই যেভাবে গণ-হারে ব্যক্তিগত তথ্য জোগাড় করছে, এর কোনও আইনি ভিত্তি নেই ওই সংস্থার কাছে।

Next Article