CM Mamata Banerjee: ‘প্রচুর ইন্ড্রাস্ট্রি আসছে, কলকাতা তো বর্তমানে চাকরির গেটওয়ে’, লন্ডন থেকে বললেন মমতা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Mar 28, 2025 | 12:22 AM

CM Mamata Banerjee: পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ভাষণ দেন তিনি। সেখানেই মমতাকে বলতে শোনা যায়, “বাংলায় ৯৭টি সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে। বাংলায় কেউ জন্ম নিলে তাহলে সে আমাদের প্রকল্প পায়। কেউ যদি মারাও যান তাহলেও তাঁর পাশে দাঁড়াই আমরা।”

CM Mamata Banerjee: ‘প্রচুর ইন্ড্রাস্ট্রি আসছে, কলকাতা তো বর্তমানে চাকরির গেটওয়ে’, লন্ডন থেকে বললেন মমতা
কেলগ কলেজে মমতা
Image Credit source: Facebook

Follow Us

লন্ডন: এগিয়ে চলেছে বাংলা। গোটা দেশের মধ্যে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। নজর কাড়ছে বিশ্বের। এদিন একেবারে পরিসংখ্যান দিয়ে লন্ডনের বুকে দাঁড়িয়ে এ কথাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে ধরলেন তাঁর সরকারের একাধিক জনমুখী প্রকল্পের কথা। কীভাবে তা সমাজ বদলে ছাপ রাখছে তাও তুলে ধরেন নিজের বর্ক্তৃতায়। একইসঙ্গে ভারতের সঙ্গে ব্রিটেনের দীর্ঘদিনের সম্পর্কের কথাও বারেবারে শোনা যায় মমতার মুখে। ভূয়সী প্রশংসা করেন বাংলার ছাত্র সমাজের। বলেন, ‘আমাদের ছাত্ররা অত্যন্ত প্রতিভাবান, ছাত্ররাই সমাজের ভবিষ্যৎ’। তুলেন ভারতের সর্ব-ধর্ম সমন্বয়, ঐতিহ্যের কথাও। 

পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ভাষণ দেন তিনি। সেখানেই মমতাকে বলতে শোনা যায়, “বাংলায় ৯৭টি সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে। বাংলায় কেউ জন্ম নিলে তাহলে সে আমাদের প্রকল্প পায়। কেউ যদি মারাও যান তাহলেও তাঁর পাশে দাঁড়াই আমরা। আমি দেখেছি অনেকে প্রিয়জনের পর শেষকৃত্যটুকু করতে পারেন না টাকার অভাবে। আমরা তাঁদের পাশে দাঁড়িয়ে সমব্যথী প্রকল্প শুরু করেছি। তাঁদেরও আমরা টাকা দিই যাতে সুষ্ঠভাবে শেষকৃত্য করতে পারেন।” শুধু তাই নয়, বাংলা কীভাবে শিল্পায়নের হাত ধরে ধারেভারে বেড়ে উঠছে এদিন সেই পরিসংখ্য়ান দেন মমতা।  

কেলগ কলেজ থেকেই বাংলায় শিল্পায়নের প্রসঙ্গে বলেন, “প্রচুর ইন্ড্রাস্ট্রি আসছে। কলকাতা তো বর্তমানে চাকরির জন্য সাম্প্রতিককালে একটা বড় গেটওয়ে হয়ে উঠছে। কয়েক বছরেই বেকারত্বের হার ৪৬ শতাংশ কমে গিয়েছে। ১ কোটি ৭৫ লক্ষ মানুষ আর আন্ডার প্রিভিলেজ সেকশনে নেই।” এখানেই না আমাদের তরুণদের জন্য খেয়াল রাখতে হয়। আমাদের কৃষকদের জন্য খেয়াল রাখতে হয়। প্রচুর ইন্ড্রাস্ট্রি আসছে। প্রতি বছর ২ বছরে একবার আমরা বিজেনেস সামিট করি। এখনও পর্যন্ত ২৩ লক্ষ মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব এসেছে।”