‘সত্যিটা জানতে হলে…’, করোনার উৎস খুঁজতে ‘হু’-কে কোন ঠিকানায় পাঠাচ্ছে চিন?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 27, 2021 | 9:08 AM

China: চিনের উহানের ল্যাবরেটরি থেকেই করোনা ভাইরাসের জন্ম হয়েছে। এমন তত্ত্ব নিয়ে রয়েছে বিতর্ক। দ্বিতীয়বার প্রমাণ করার প্রশ্ন সামনে আসছে।

সত্যিটা জানতে হলে..., করোনার উৎস খুঁজতে হু-কে কোন ঠিকানায় পাঠাচ্ছে চিন?
ফাইল ছবি

Follow Us

বেজিং: করোনা ভাইরাসের দাপটে তোলপাড় বিশ্ব, অথচ ভাইরাসের উৎস নিয়ে এখনও রয়েছে প্রশ্ন। চিনের ল্যাবরেটরি থেকে এই ভাইরাসের জন্ম হয়েছে বলে যে তত্ত্ব সামনে এসেছিল, তা আগেই নস্যাৎ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। কিন্তু সম্প্রতি, সেই দাবি নিয়ে ফের প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। হু মনে করছে, ওই তত্ত্ব খারিজ করে দেওয়ার ক্ষেত্রে হয়ত একটু বেশি তাড়াহুড়ো করা হয়ে গিয়েছে। তাই দ্বিতীয়বার যখন উৎস সন্ধানের প্রশ্ন উঠছে, তখন আমেরিকাকে আক্রমণ করল চিন। চিনের দাবি, আসল কারণ অনুসন্ধান করতে হু-এর উচিৎ ‘ফোর্ড ডেট্রিকে’ যাওয়া।

‘ফোর্ড ডেট্রিকে’ আসলে মার্কিন সেনার ঘাঁটি। সেখানে গেলে আসল কারণ জানা যাবে বলে কটাক্ষ করেছেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি টুইটে লিখেছেন, ‘যদি ল্যাবে অনুসন্ধান চালাতেই হয়, তাহলে হু-এর উচিৎ ফোর্ট ডেট্রিকে যাওয়া। আমেরিকার উচিৎ স্বচ্ছভাবে দায়িত্ব সহকারে হু-এর বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো। ফোর্ট ডেট্রিকে গেলেই বিশ্ব আসল সত্যিটা জানতে পারবে।’ উল্লেখ্য, উহানের ল্যাবের তত্ত্ব বার বার সামনে এসেছে আমেরিকা থেকে। তাই চিনা মুখপাত্রের বক্তব্য থেকে স্পষ্ট যে ওই তত্ত্ব মোটেই ভালো চোখে দেখছে না তারা।

আদতে উহানের গবেষণাগার থেকেই করোনা ছড়িয়েছিল কি না তা নিয়ে দ্বিতীয়বার তদন্ত করতে চেয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।কিন্তু সেই প্রস্তাব ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে চিন। উহানের ল্যাবরেটরি ও বাজারগুলির পর্যবেক্ষণ-সহ বিভিন্ন বিষয়ে দ্বিতীয়বার তদন্ত করতে চেয়েছিল হু। তাতে সরাসরি আপত্তি জানিয়েছে চিন। জাতীয় স্বাস্থ্য কমিশনের মন্ত্রী জ্যাং ইশিন বলেন,’হু- এর প্রস্তাবে আমি স্তম্ভিত। এই প্রস্তাব বিজ্ঞানসম্মত নয়।’ আরও পড়ুন: ভারতীয় ব্যাঙ্কগুলির জন্য স্বস্তি! ‘দেউলিয়া’ ঘোষিত হলেন বিজয় মালিয়া

Next Article