বেজিং: ভারতে যখন নতুন করে মাথা চাড়া দিচ্ছে কোভিড-১৯, সেই সময়ই উদ্বেগ বাড়ালো এইচ৩এন৮ বার্ড ফ্লু ভাইরাস। এই ভাইরাসের জেরে প্রথম মানব মৃত্যুর খবর এল চিন থেকে। সোমবার (১০ এপ্রিল), বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ চিনের গুয়াংদং প্রদেশে, এইচ৩এন৮ বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। গত ২৬ মার্চ ওই মহিলার দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। সেই প্রথম কোনও প্রাপ্তবয়স্কের দেহে এই ভাইরাস পাওয়া গিয়েছিল। গুরুতর নিউমোনিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মাইলোমা-সহ অন্যান্য একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ বলেছে, “সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন সার্ভেলেন্স সিস্টেম বা ‘সারি’র মাধ্যমে ওই মহিলার দেহে বার্ড ফ্লু-এর ভাইরাস শনাক্ত করা হয়েছিল। এখনও পর্যন্ত আক্রান্ত মহিলার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা কোনও ব্যক্তি সংক্রামিত হয়নি অথবা তাদের দেহে বার্ড ফ্লু রোগের কোনও উপসর্গ দেখা যায়নি।” হু আরও জানিয়েছে, আক্রান্ত হওয়ার আগে ওই মহিল এক পোলট্রি বাজারে গিয়েছিলেন। সেখান থেকেই তাঁর দেহে এইচ৩এন৮ ভাইরাস সংক্রামিত হয়েছিল কিনা, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এইচ৩এন৮ ভাইরাস সাধারণত পাখির দেহে দেখা যায়। তার জন্য়ই এই ভাইরাস থেকে সৃষ্ট রোগের নাম হয়েছে এভিয়ান ফ্লু বা বার্ড ফ্লু। এর আগে পাখি ছাড়াও ঘোড়া এবং কুকুরের দেহেও এই ভাইরাস পাওয়া গিয়েছে। ২০২২ সালের এপ্রিলে, চিনেই প্রথম মানুষের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছিল। মধ্য চিনের এক ৪ বছর শিশুর আক্রান্ত হয়েছিল এভিয়ান ফ্লুতে। ওই শিশুর বাড়িতে হাঁস-মুরগী পোষা হত। তাদের সঙ্গে খেলা করার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল শিশুটি। তবে, চিকিৎসায় সে সুস্থ হয়ে গিয়েছে। তাদের বাড়ির পোষা কুকুর এবং বিড়ালও এভিয়ান ফ্লুতে আক্রান্ত হয়েছিল। একমাস পরই, হুনান প্রদেশের এক ৫ বছরের শিশুও একই রোগে আক্রান্ত হয়েছিল। তবে তার দেহে হাল্কা উপসর্গ ছিল। দ্রুত সুস্থ হয়ে গিয়েছিল সে। নিহত মহিলাকে নিয়ে এখনও পর্যন্ত মোট তিন জনের দেহে এই ভাইরাস পাওয়া গিয়েছে।
চলতি বছরে চিলিতেও এক ব্য়ক্তি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন। কাম্বোডিয়ায় এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে এক ১৪ বছরের কিশোরীর মৃত্যু হয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল হু। এবার এইচ৩এন৮ স্ট্রেনেও মৃত্যু হল কোনও মানুষের। কাজেই, কোভিডের পর বার্ড ফ্লু নিয়ে নতুন করে বিশ্ব জোড়া মহামারির আশঙ্কা তৈরি হচ্ছে।