China-Taiwan: ক্ষেপণাস্ত্র বৃষ্টি, হামলা জল-আকাশপথেও! প্রকাশ্যে তাইওয়ানে চিনা হামলার ব্লুপ্রিন্ট, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 11, 2023 | 7:39 PM

China's plan to attack Taiwan: মঙ্গলবার (১১ এপ্রিল), সামরিক মহড়া সমাপ্তির কয়েক ঘন্টা পরই, চিনা সামরিক বাহিনী সোশ্যাল মিডিয়ায় একটি অ্যানিমেশন ভিডিয়ো পোস্ট করেছে। সেই ভিডিয়োয় দেখানো হয়েছে, চিন-তাইওয়ান যুদ্ধ শুরু হলে দ্বীপরাষ্ট্রটির বিরুদ্ধে কীভাবে পূর্ণ মাত্রায় আক্রমণ চালাবে বেজিং।

China-Taiwan: ক্ষেপণাস্ত্র বৃষ্টি, হামলা জল-আকাশপথেও! প্রকাশ্যে তাইওয়ানে চিনা হামলার ব্লুপ্রিন্ট, দেখুন ভিডিয়ো
তাইওয়ানে পূর্ণ মাত্রায় আক্রমণ চালানোর নীল নকশা প্রকাশ বেজিং-এর

Follow Us

বেজিং/তাইপেই: তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাম্প্রতিক মার্কিন সফরের প্রেক্ষিতে শনি, রবি, সোম – তিনদিন ধরে তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়েছে চিন। মূলত: শক্তি প্রদর্শনই ছিল এই মহড়ার উদ্দেশ্য। মহড়া শেষ হওয়ার পরও অবশ্য প্রচ্ছন্ন হুমকির রাস্তা থেকে সরল না বেজিং। মঙ্গলবার (১১ এপ্রিল), সামরিক মহড়া সমাপ্তির কয়েক ঘন্টা পরই, চিনা সামরিক বাহিনী সোশ্যাল মিডিয়ায় একটি অ্যানিমেশন ভিডিয়ো পোস্ট করেছে। সেই ভিডিয়োয় দেখানো হয়েছে, চিন-তাইওয়ান যুদ্ধ শুরু হলে দ্বীপরাষ্ট্রটির বিরুদ্ধে কীভাবে পূর্ণ মাত্রায় আক্রমণ চালাবে বেজিং। চিনা সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড, তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার করেছিল। পরে চিনের রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল গ্লোবাল টাইমস ভিডিয়ো ক্লিপটি টুইটারে পোস্ট করেছে।

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, তাইওয়ান এবং তার আশেপাশের সমুদ্রে চিনের মূল স্থলভাগ থেকে মুহূর্মুহূ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি, যুদ্ধবিমান এবং নৌবাহিনীর রণতরীকেও হামলায় ব্যবহার করা হচ্ছে। অদ্ভূতভাবে, এই অ্যানিমেটেড ভিডিয়োটির সঙ্গে তাইওয়ানকে কেন্দ্র করে চিনের সাম্প্রতিক সামরিতক মহড়ার ব্যাপক মিল রয়েছে। চিনা মহড়ায় তাইওয়ানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার অনুকরণ করা হয়েছিল। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই ভিডিয়ো প্রকাশের উদ্দেশ্য হল তাইওয়ানের আন্তর্জাতিক সমর্থন চাওয়ার প্রচেষ্টাকে দমন করা।


শুধু এই ভিডিয়ো প্রকাশই নয়, মহড়া শেষের পরও তাইওয়ান প্রণালী এবং তাইওয়ানের আশপাশের এলাকা থেকে চিনা যুদ্ধবিমান এবং রণতরীগুলি পুরোপুরি সরানো হয়নি। মঙ্গলবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, তাদের জলসীমায় চিনা যুদ্ধবিমান এবং চিনা নৌবাহিনীর জাহাজের দেখা পেয়েছে তাইওয়ানিজ প্রতিরক্ষা বাহিনী। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে দ্বীপরাষ্ট্রের আশপাশে জে-১৬ এবং সুখোই ৩০ ফাইটার জেট-সহ প্রায় ২৬টি চিনা যুদ্ধবিমান এবং নয়টি চিনা রণতরীকে টহল দিতে দেখা গিয়েছে। রয়টার্স আরও জানিয়েছে, তাইওয়ানের বিমান বাহিনী, নৌবাহিনী এবং উপকূলে নিযুক্ত ক্ষেপণাস্ত্র বাহিনী পরিস্থিতির উপর মজর রাখছে। তাইওয়ানের সরকার বারবারই চিনা সামরিক মহড়ার নিন্দা করলেও, তারা জানিয়েছে, চিনা উস্কানিতে পা দেবে না তারা।

Next Article