ওয়াশিংটন: গুলি চালনার ঘটনা ঘটেই চলেছে আমেরিকায়। এ বার ব্যাঙ্কের মধ্যেই চলল গুলি। ওই ব্যাঙ্কের এক কর্মীই তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন বলে মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর জেরে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ৯ জন গুলিবিদ্ধ হয়ে আহত বলেও জানা গিয়েছে। আমেরিকার কেনটুকি প্রদেশের লুইসভিলেতে ঘটেছে এই ঘটনা। গুলি চালানোয় অভিযুক্ত ওই ব্যাঙ্ককর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে তিনি নিজেই গুলি করে আত্মঘাতী হয়েছেন না গুলির লড়াইয়ে পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে, এ বিষয়টি পরিষ্কার হয়নি।
কেনটুসির গভর্নর অ্যান্ডি বেশিয়ার গুলি চালনার ঘটনার কথা জানিয়েছেন। ব্যাঙ্কের এক কর্মী তাঁর সহকর্মীদের গুলি চালিয়েছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুরও মৃত্যু হয়েছে। মৃত পাঁচ জনই ব্যাঙ্ককর্মী বলে জানা গিয়েছে।
আমেরিকার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন টমি এলিয়ট (৬৩), জোসুয়া ব্যারিক (৪০), জুলিয়ানা ফার্মার (৪৫), জেমস টুট (৬৪) এবং ডিয়ানা একার্ট (৫৭)। গুলি চালনায় অভিযুক্তের নাম কনর স্টুর্গিয়ন। তাঁর বয়স ২৩ বছর। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল ফেসবুক এবং টুইটারে। যদিও সে গুলি সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।