Indian Cinema in Bangladesh: এই পাঁচটি শর্ত মানলে ভারতের ছবি দেখানো যাবে বাংলাদেশে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 11, 2023 | 8:49 PM

উপমহাদেশীয় সিনেমা আমদানি না করলে সিনেমা হল বন্ধের হুঁশিয়ারি দেয় হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

Indian Cinema in Bangladesh: এই পাঁচটি শর্ত মানলে ভারতের ছবি দেখানো যাবে বাংলাদেশে
বিরতির পর শাহরুখ খান যখন 'পাঠান' ছবি নিয়ে পর্দায় ফিরলেন এক কথায় ভক্তদের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। একের পর এক ছবি এখন পাইপলাইনে। তবে ছবির কোনও প্রমোশনই দেখা যায়নি শাহরুখ খানকে।

Follow Us

ঢাকা: এবার থেকে বাংলাদেশেও দেখানো হবে ভারতীয় সিনেমা। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস এই মর্মে একটি নির্দেশ দিয়েছে। পরীক্ষামূলক ভাবে উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে সিনেমা আনার অনুমতি দেওয়া হয়েছে। তবে এর জন্য পাঁচটি শর্ত মেনে চলতে হবে। বাংলাদেশের দৈনিক সংবাদপত্র প্রথম আলোতে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা)-র অধীনে এই অনুমতি দেওয়া হয়েছে। সম্মিলিত চলচ্চিত্র পরিষদ উপমহাদেশের বিভিন্ন সিনেমা বাংলাদেশে দেখানোর জন্য আবেদন করেছিল। তাতে সাড়া দিয়েই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে আগামী দুই বছর বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকেরা উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করতে পারবেন। বাংলাদেশি সিনেমা রফতানির বিপরীতে প্রথম বছরে ১০টি সিনেমা আনা যাবে। সিনেমা হলে প্রদর্শনের আগে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিতে হবে। পবিত্র ইদুলফিতর, ইদুল আজহা ও দুর্গাপুজোয় কোনো সিনেমা আমদানি করা যাবে না।

ফেব্রুয়ারিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের কাছে উপমহাদেশের সিনেমা আমদানিসহ চারটি প্রস্তাব উত্থাপন করে চলচ্চিত্রের ১৯ সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। উপমহাদেশীয় সিনেমা আমদানি না করলে সিনেমা হল বন্ধের হুঁশিয়ারি দেয় হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এর আগে জানুয়ারিতে মাসে সাফটা চুক্তির আওতায় শাহরুখ খানের ‘পাঠান’ আমদানি করতে আবেদন করে ঢাকার পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সাফটার চুক্তির আওতায় ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশ থেকে সিনেমা আমদানি করা যাবে।

Next Article