জেনেভা: এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি ব্রিটেনের করোনার নতুন ‘স্ট্রেন।’ সোমবার একথা জানিয়ে বিশ্বাবাসীকে আশ্বস্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। রবিবার থেকেই সারা ব্রিটেন জুড়ে কায়েম হয়েছে কড়া লকডাউন। সে দেশের স্বাস্থ্যমন্ত্রী মেট হ্যানক জানিয়েছেন, ব্রিটেনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তবে সে কথা মানতে নারাজ হু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এর আগেও বিভিন্ন জায়গায় অধিক সংক্রমণের গতি দেখা গিয়েছে। কিন্তু পরবর্তীকালে নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ। তাই এই নতুন ‘স্ট্রেন’কে নিয়ন্ত্রণের বাইরে বলে মানতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপদকালীন প্রধান মাইকেল রায়ান। ব্রিটিশ আধিকারিকরা জানিয়েছেন, ৭০ শতাংশ অধিক সংক্রমিত হচ্ছে নতুন এই অভিযোজিত করোনাভাইরাস। তাই আগের থেকে আরও বেশি সতর্ক প্রত্যেকটি দেশ। ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার পথে হেঁটেছে একাধিক দেশ।
ব্রিটেনে ফাইজ়ারের টিকাকরণ চলছে। কিন্তু নতুন অভিযোজিত ভাইরাসের সংক্রমণের গতি অত্যন্ত বেশি। তা রুখতে ইতিমধ্যেই বড়দিনের সব উৎসব বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মাইকেল রায়ানের বক্তব্য অনুযায়ী, যেসব নিষেধাজ্ঞা বহাল আছে তা অক্ষরে অক্ষরে পালন করলেই রোখা যাবে সংক্রমণ।
আরও পড়ুন: ভ্যাকসিন নিয়ে দেশবাসীকে অভয় দিলেন বাইডেন, এখনও ‘উদাসীন’ ট্রাম্প
তিনি বলেছেন, “আমরা যা করছি সেটাই করে যেতে হবে। হয়তো একটু বেশি সময় লাগবে কিন্তু ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখা যাবে।” রায়ানের মতে ভাইরাসের সংক্রমণ বাড়লেও রোখা সম্ভব। প্রসঙ্গত, ব্রিটেনে নতুন ‘স্ট্রেন’-এর করোনাভাইরাসের বাড়বাড়ন্ত হওয়ার পর ৩০ টি দেশ ব্রিটেনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করেছে। সেই তালিকায় আছে ভারতও। ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন-গামী বা ব্রিটেন থেকে আগত বিমানের প্রবেশ নিষিদ্ধ ভারতে।