জেনেভা: আতঙ্ক বাড়ছে মাঙ্কিপক্স (Monkeypox) নিয়ে। করোনার মতোই ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এই নতুন সংক্রামক রোগ। রবিবার বিশ্ব স্বাস্থ্য় সংস্থার (World Health Organization) তরফে জানানো হয়েছে, এখনও অবধি ১২ দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। মোট ৯২ জন আক্রান্তের খোঁজ মিলেছে। আগামিদিনে সংক্রমণ আরও বাড়তে পারে। এই কারণে সমস্ত দেশকে আরও নজরদারি বাড়াতে বলা হয়েছে। যাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, তাদের সতর্ক করতেও জানানো হয়েছে। তবে এখনও অবধি মাঙ্কিপক্সকে ‘নন-এন্ডেমিক’ (Non-Endemic) বলেই জানানো হচ্ছে।
এ দিন সকালেই ইজরায়েল সরকারের তরফে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মেলার কথা জানানো হয়। গত ১৩ মে থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এখনও অবধি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপের কমপক্ষে নয়টি দেশে আক্রান্তের খোঁজ মিলেছে। তবে এখনও অবধি সংক্রমণে কারোর মৃত্যু হয়নি বলেই জানা গিয়েছে।
ইউরোপের যে দেশগুলিতে সর্বাধিক মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মিলছে, তার মধ্যে অন্যতম হল ব্রিটেন, পর্তুগাল ও স্পেন। এছাড়াও বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইটালি ও সুইডেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, মাঙ্কিপক্স নাম হলেও, বর্তমানে এই সংক্রমণ যৌন সংসর্গ থেকেই ছড়াচ্ছে। অধিকাংশ আক্রান্তের খোঁজ বিশ্বের বিভিন্ন যৌন স্বাস্থ্য ক্লিনিক থেকেই মিলছে। মূলত সমকামী পুরুষরাই আক্রান্ত হচ্ছেন। তবে শুধুমাত্র পুরুষরাই যে আক্রান্ত হচ্ছেন, এ কথা বলা ভুল হবে।
বিশ্ব স্বাস্থ্য় সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ভ্রমণের ইতিহাস নেই, এমন ব্যক্তিদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় কড়া নজরদারির প্রয়োজন। এখনও অবধি ১২টি দেশে ৯২ জন আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্তের সংখ্য়া আরও বাড়তে পারে। শরীর থেকে নির্গত তরল, হাঁচির সময় বেরনো জলকণা সহ সংক্রমণ ছড়াতে পারে, এমন জিনিস থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
মাঙ্কিপক্সের উপসর্গ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, মূলত জ্বর, মাথাব্যাথা, মাংসপেশীতে ব্যাথা, দেহের কোনও কোনও অংশ ফুলে যাওয়া ও চুলকানিকেই প্রাথমিক উপসর্গ বলে মনে করা হচ্ছে। বানরের দেহে প্রথম এই সংক্রমণের খোঁজ মেলায়, এর নাম মাঙ্কিপক্স দেওয়া হয়।