
সাহিত্যে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থনীতিতে নোবেল এনেছেন অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বাঙালির গর্ব এরা। হবেন নাই বা কেন? নোবেল কি চাট্টিখানি কথা? বিশ্বের সেরা পুরস্কার নোবেল পুরস্কার। প্রতি বছরই নোবেল প্রাইজ কমিটি যুগান্তকারী গবেষণা বা আবিষ্কার এবং বিশ্বসমাজে বিশেষ অবদানের জন্য বাছাই করা সেরাদের এই পুরস্কার দিয়ে থাকে। তবে এ বছর সবাই চমকে গিয়েছিল যখন নোবেল প্রাইজ কমিটির তরফে ফিজিক্স বা পদার্থবিদ্যায় নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার পদার্থ বিদ্যায় নোবেল পেয়েছেন জন জে হপফিল্ড ও জেফ্রি এভারেস্ট হিন্টন। নিউরাল নেটওয়ার্ক নিয়ে তাঁদের গবেষণার জন্য় এই সম্মান পেয়েছেন। ভাবছেন এতে অবাক হওয়ার কী রয়েছে? কারণ এই গবেষণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, যা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। তবে চমকপ্রদ তথ্য কিন্তু এটা নয়। জন জে হপফিল্ড ও জেফ্রি ই হিন্টনের এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল ১৯৮০-র দশকে! যখন কৃত্রিম বুদ্ধিমত্তা তো দূর, অনেকে কম্পিউটারের ব্যবহার সম্পর্কেও ঠিকমতো জানতেন না। ...