Wildfire: চিলিতে দাবানলে মৃত অন্তত ৫১, জারি জরুরি অবস্থা
Chile: চিলির মধ্যাঞ্চলে অন্তত ৯২টি জায়গায় আগুন জ্বলছে। এলাকাটিতে মোট ১০ লক্ষ লোক বাস করে। অগ্নিকাণ্ডে ৪৩ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত এক হাজার ঘর-বাড়ি পুড়ে গিয়েছে। আগুনের তাপে ওই অঞ্চলের কোনও-কোনও জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে।

সান্তিয়োগা: দাবানলে জ্বলছে দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ চিলির (Chile) দাবানল। দাবানল লাগার পর কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। বরং পুড়ে খাক হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫১। এছাড়া ঘরছাড়া বহু মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, জরুরি অবস্থা (Emergency) ঘোষণা করেছে সরকার।
গত সপ্তাহে চিলির মধ্যাঞ্চলীয় বনাঞ্চলে দাবানল লাগে। তারপর ধীরে-ধীরে আগুনের গ্রাসে চলে যায় বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। কিন্তু, এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। এখনও পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। এক বিবৃতিতে তিনি বলেন, ‘পরিস্থিতি সত্যিই ভয়াবহ।’ জরুরি পরিস্থিতিতে উদ্ধারকর্মীদের সহায়তার জন্য সাধারণ মানুষকেও আহ্বান জানান তিনি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চিলির মধ্যাঞ্চলে অন্তত ৯২টি জায়গায় আগুন জ্বলছে। এলাকাটিতে মোট ১০ লক্ষ লোক বাস করে। অগ্নিকাণ্ডে ৪৩ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত এক হাজার ঘর-বাড়ি পুড়ে গিয়েছে। আগুনের তাপে ওই অঞ্চলের কোনও-কোনও জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও সেনা মোতায়েনের কথা বলেছেন তিনি।
