লন্ডন: বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হল ভিয়েনা (Vienna)। সম্প্রতি প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU)-এর সমীক্ষায় এমনটাই প্রকাশিত হয়েছে। বিশ্বের বাসযোগ্য শহরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্কের কোপেনহেগ। আর তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়ার দুটি শহর, মেলবোর্ন ও সিডনি। ভারতেরও কতকগুলি শহর অবশ্য রয়েছে এই তালিকায়। যার মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি (Delhi)। এছাড়া রয়েছে বেঙ্গালুরু, আহমেদাবাদ, চেন্নাই ও মুম্বই। ঠাঁই হয়নি কলকাতার।
মূলত, স্বাস্থ্য, শিক্ষা, স্থায়িত্ব, পরিকাঠামো ও পরিবেশের উপর নির্ভর করেই সবচেয়ে বাসযোগ্য শহরের মার্জিন নির্ধারিত হয়। বিশ্বের মোট ১৭৩টি দেশের মধ্যে সমীক্ষা চালায় EIU। সেই সমীক্ষাতেই বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসাবে তালিকার শীর্ষে উঠে এসেছে ভিয়েনা। এই তালিকায় প্রথম ১০-এর মধ্যে অস্ট্রেলিয়ার দুটি শহর ছাড়াও রয়েছে কানাডার ৩টি শহর। সেগুলি হল যথাক্রমে, কালগারি, ভানকউভার এবং টরন্টো। দুটি সুইস শহর রয়েছে, যার মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে জুরিচ এবং সপ্তম স্থানে রয়েছে জেনেভা ও কালগারি। তালিকার দশম স্থানে রয়েছে জাপানের ওসাকা।
অন্যদিকে, বাসযোগ্য শহরের তালিকায় উঠে এসেছে ভারতের ৫টি শহর। তবে সেগুলির স্থান অনেকটাই নীচে। যেমন, ১৪১ তম স্থান পেয়েছে যুগ্মভাবে নয়া দিল্লি ও মুম্বই। ১৪৪ তম স্থানে রয়েছে চেন্নাই। আহেদাবাদ ও বেঙ্গালুরুর স্থান যথাক্রমে ১৪৭ ও ১৪৮।
আবার ব্রিটেনের রাজধানী লন্ডন ও সুইডেনের রাজধানী স্টকহোম শহর দুটির স্থান অনেকটা নীচে নেমে গিয়েছে, ১২ ও ২২ তম স্থান থেকে নেমে গিয়েছে যথাক্রমে ৪৬ ও ৪৩ তম স্থানে। আর তালিকার সবচেয়ে নীচে রয়েছে দামাস্কাস। এছাড়া তালিকার শেষ দশের মধ্যে রয়েছে যুদ্ধ-বিধ্বস্ত কিউইভ।