করোনাযুদ্ধে ভারতকে শক্তিশালী থাকার বার্তা, তিরঙ্গায় সেজে উঠল বুর্জ খলিফা

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 26, 2021 | 2:18 PM

শনিবার বুর্জ খলিফার আলোকসজ্জায় ভারতের পতাকা ফুটিয়ে তোলা হয়। সে দেশের তরফে বার্তা দেওয়া হয়, "কঠিন সময়ে শক্তিশালী থেকো ভারত।"

করোনাযুদ্ধে ভারতকে শক্তিশালী থাকার বার্তা, তিরঙ্গায় সেজে উঠল বুর্জ খলিফা
বুর্জ খলিফা জুড়ে তিরঙ্গা।

Follow Us

দুবাই: করোনার দ্বিতীয় ঢেউ রুখতে দিনরাত লড়াই চালাচ্ছে দেশ। এই নিরন্তর যুদ্ধকে বাহবা জানিয়েই ভারতের পাশে দাঁড়াল সংযুক্ত আরব আমিরশাহি(United Arab Emirates)। দুবাইয়ে অবস্থিত বিশ্বের দীর্ঘতম বিল্ডিং বুর্জ খলিফায় আলোর ঝর্ণায় ফুটে উঠল দেশের জাতীয় পতাকা। সঙ্গে বার্তা, “শক্তিশালী থাকো ভারত”।

গতবছরের করোনা সংক্রমণের তুলনায় চলতি বছরে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই দেশে করোনা আক্রান্ত হচ্ছেন তিন থেকে সাড়ে তিন লাখ মানুষ। বাড়ছে মৃতের সংখ্যাও। একাধিক রাজ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে অক্সিজেন সঙ্কট।

এই কঠিন পরিস্থিতিতে ভারতের মনোবল বাড়াতেই শনিবার বুর্জ খলিফার আলোকসজ্জায় ভারতের পতাকা ফুটিয়ে তোলা হল। তবে একা বুর্জ খলিফাই নয়, আবু ধাবিতে অ্যাডনক হেডকোয়ার্টারেও দেখা গেল ভারতের পতাকা।

ভারতীয় দূতাবাসের তরফে সেই ভিডিয়ো টুইট করে লেখা হয়, “ভারত যখন করোনাভাইরাসের বিরুদ্ধে কঠিন লড়াই চালাচ্ছে, সেই সময়ই বন্ধু ইউএই-র তরফে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে। ভারতের প্রতি সমর্থন জানাতে দুবাইয়ের বুর্জ খলিফা তিরঙ্গায় রঞ্জিত হয়েছে।” ভারতের রাষ্ট্রদূত পবন কপূরও টুইট করে জানান, এই কঠিন পরিস্থিতিতে ইউনাইটেড আরব এমিরেটসের এই সমর্থনকে সাধুবাদ জানাচ্ছে ভারত।

করোনা সংক্রমণ বাড়তেই রবিবার থেকে ১০ দিনের জন্য ভারতের সঙ্গে দুবাইয়ের উড়ান চলাচল বন্ধ রাখা রাখা হয়েছে। তবে সে দেশ থেকে ভারতে বিমান আসার কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি।

আরও পড়ুন: ‘ভারত যেভাবে সাহায্য করেছিল’, প্রতিদানে সাহায্যে আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

Next Article