‘ভারত যেভাবে সাহায্য করেছিল’, প্রতিদানে সাহায্যে আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 26, 2021 | 1:30 PM

রবিবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের ফোনে বার্তালাপ হয়। এরপরই আটকে থাকা কোভিশিল্ডের কাঁচামাল অবিলম্বে ভারতে পাঠানোর ঘোষণা করা হয়।

ভারত যেভাবে সাহায্য করেছিল, প্রতিদানে সাহায্যে আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
ফাইল চিত্র

Follow Us

ওয়াশিংটন: করোনাযুদ্ধে ভারতের সাহায্য ভোলেননি। তাই এ বার করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে ভারত যখন নাজেহাল, তখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সবরকমের সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। রবিবার কোভিশিল্ডের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহেও রাজি হয়েছে আমেরিকা।

কোভিশিল্ডের কাঁচামাল রফতানি নিয়ে ভারতের সঙ্গে টানাপোড়েন দূরে রাখার সিদ্ধান্ত ঘোষণার কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করে লেখেন, “সংক্রমণের শুরুতে আমাদের হাসপাতালগুলি যখন উপচে পড়ছিল, তখন ভারত যেভাবে সাহায্য করেছিল, আমরাও একইভাবে ভারতের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।” বর্তমানে তিনি ডেলাওয়ারে পরিবারের সঙ্গে ছুটি কাটালেও ভারতের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত খবর রাখছেন বলেই অনুমান।

অন্যদিকে প্রেসিডেন্টের টুইটবার্তার পরই টুইট করেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত হ্যারিস লেখেন, “করোনা সংক্রমণের সময় আমেরিকা ভারতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। অতিরিক্ত সাহায্য ও পরিষেবা দেওয়ার জন্য আমেরিকা প্রস্তুত। সাহায্যের পাশাপাশি আমরা অত্যন্ত সাহসী স্বাস্থ্যকর্মী সহ সমস্ত ভারতীয়দের জন্য প্রার্থনাও করছি।”

সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এই প্রথম মার্কিন মুলুকের তরফে কোনও বার্তা পাঠানো হল। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও গতবছর সংক্রমণের সময়ে ভারতের হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে সাহায্যের বিষয়টি তুলে ধরে বহু দেশের তরফেই আমেরিকার এতদিন নিশ্চুপ থাকায় প্রবল সমালোচনা করা হয়েছিল।

তবে রবিবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের ফোনে বার্তালাপ হয়। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন এই বিষয়ে বলেন, ‘‘ভারতের করোনা রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। পিপিই কিট, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট, নানা ওষুধ প্রস্তুতের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও ভেন্টিলেটর পাঠানো হবে।’’

দোভালের সঙ্গে বার্তালাপের পরই আটকে থাকা কোভিশিল্ডের কাঁচামাল অবিলম্বে ভারতে পাঠানোর ঘোষণা করা হয়।

আরও পড়ুন: গগনচুম্বী বুর্জ খলিফার গায়ে ভেসে উঠল বাংলাদেশের মোশারফের ছবি, স্যালুট জানাল মরুশহর

Next Article