AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Election: হাসিনার পতনের বর্ষপূর্তির দিনেই চূড়ান্ত ঘোষণা ইউনূসের

Yunus Bangladesh Election: পদ্মাপাড়ের দেশের জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন তিনি। তাঁর কথায়, "অন্তর্বতী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাব। যেন কমিশন আগামী রমজানের আগে অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের আয়োজন করে।"

Bangladesh Election: হাসিনার পতনের বর্ষপূর্তির দিনেই চূড়ান্ত ঘোষণা ইউনূসের
জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন ইউনূসImage Credit: Facebook
| Updated on: Aug 05, 2025 | 10:33 PM
Share

ঢাকা: নির্বাচনের দিন চূড়ান্ত। গত বছর জুলাই-অগস্ট মাসের ছাত্র আন্দোলন। তারপর হাসিনার সরকারের পতন। আর এক বছর পর সেই দিনটিকেই নতুন সরকার গঠন করার দিনক্ষণ ঘোষণার জন্য বেছে নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী উপদেষ্টা মহম্মদ ইউনূস।

মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাত ৮টা ২০ মিনিট নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেন ইউনূস। এদিন তিনি বলেন, “সংস্কার এবং বিচার এই দু’টি বিষয় নিয়েই অন্তর্বর্তী সরকার কাজ করেছে। এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান। যার মধ্য়ে দিয়ে দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করবে। আমরা এবার একটি নির্বাচিত সরকারের হাতেই দেশের সমস্ত দায়িত্ব সপে দিতে চাই।”

এরপরেই পদ্মাপাড়ের দেশের জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন তিনি। তাঁর কথায়, “অন্তর্বতী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাব। যেন কমিশন আগামী রমজানের আগে অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের আয়োজন করে।” ফেব্রুয়ারিতে যে ভোট হতে পারে, সেই ইঙ্গিতটা আগেই দিয়েছিলেন ইউনূসের প্রেস সচিব। এবার তা শোনা গেল প্রধান উপদেষ্টার মুখে। তাও আবার কোন দিন? ৫ই আগস্ট।

বর্তমানে বাংলাদেশে এই দিনটির তাৎপর্যপূর্ণ মাত্রাতিরিক্ত। কারণ জুলাই অভ্যুত্থানের পর এই দিনেই হাসিনার ১৬ বছরের শাসনের অবসান ঘটায় উত্তেজিত ছাত্র-জনতা। আর নির্বাচন ঘোষণার জন্য়ও সেই দিনটিকেই বেছে নেন ইউনূস। বার্তা দেন, ‘নতুন বাংলাদেশ’ গড়ার। পাশাপাশি, পাঠ করেন ২৮টি সংস্কারক বিষয় নিয়ে তৈরি করে জুলাই ঘোষণাপত্রও।