Bangla News » Budget » Laptop in school what are the expectations from budget 2022 for education
Budget 2022: জানুন এবারের বাজেট থেকে কী কী প্রত্যাশা রয়েছে শিক্ষা ক্ষেত্রের
Budget 2022: শিক্ষাক্ষেত্রের জন্য বরাদ্দ, তার আগের বছরের তুলনায় ৬ কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মহামারি দীর্ঘায়িত হওয়ায় ই-লার্নিংয়ের মেয়াদও বৃদ্ধি পেয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন। গত দু বছর ধরে কোভিড প্রভাবিত ভারতীয় অর্থনীতির বেহাল দশা থেকে মুক্তি পেতে এই বাজেট ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্প জগতেরও প্রবল আশা রয়েছে। গত দু বছর ধরেই দেশের স্কুল কলেজগুলি বন্ধ থাকায় প্রভাবিত হয়েছে শিক্ষা ক্ষেত্রও। ফলে নতুন বাজেট ঘিরে শিক্ষা জগতের প্রত্যাশা প্রবল। আসুন জেনে নেওয়া যাক এই বাজেটে শিক্ষা নিয়ে কী কী প্রত্যাশা রয়েছে মানুষের।
1 / 5
এখনও অনেক ক্ষেত্রে অনলাইন ক্লাসের ওপরই ভরসা করতে হচ্ছে। তবে সব পড়ুয়ার কাছে নেই ল্যাপটপ বা কম্পিউটার। স্মার্টফোনে পড়াশোনার ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। তাই আসা করা হচ্ছে, এবার স্কুলগুলিকে ল্যাপটপে ভর্তুকি দিতে পারে কেন্দ্র। শুধু পড়ুয়া নয়, শিক্ষক-শিক্ষিকাদের জন্যও ওই ভর্তুকি-যুক্ত ল্যাপটপের কথা ঘোষণা হতে পারে সাধারণ বাজেটে।
2 / 5
অনলাইন ক্লাস ছাড়াও বর্তমানে জ্ঞানের পরিধি বাড়াতে ভরসা করতে হয় ইন্টারনেটের ওপর। পড়ুয়ারা বিভিন্ন বিষয় জানতে ইন্টারনেট সার্চ করেন। এবার বাজেটে তাই প্রত্যাশা থাকছে, ইন্টারনেটের ব্যবহার বাড়াতে গুরুত্ব দেবে কেন্দ্র। বিশেষজ্ঞরা মনে করছেন ইন্টারনেটের ক্ষেত্রেও ভর্তুকি দেবে কেন্দ্র। যার ফলে নেট দুনিয়া থেকে অনায়াসে জ্ঞান আহরণ করতে পারে পড়ুয়ারা।
3 / 5
২০২১-এর বাজেটে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছিল। একধাক্কায় ৬ শতাংশ কমিয়ে দেওয়া হয় বরাদ্দ। মোট বরাদ্দ করা হয়েছিল ৯৩ হাজার ২২৩ কোটি। তাই এবার বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হতে পারে। ১০ শতাংশ বরাদ্দ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
4 / 5
গবেষণা ক্ষেত্রে আরও উন্নয়নে জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তাই সে ক্ষেত্রে যাতে কোনও বাধা না থাকে, তার জন্য বরাদ্দ বাড়ানো হবে বলে জানা গিয়েছে। শিক্ষার মান বাড়ানোর ক্ষেত্রে জোর দিতে পারে কেন্দ্র। উল্লেখ্য, ২০২১ সালের বাজেটে শিক্ষাক্ষেত্রের জন্য বরাদ্দ, তার আগের বছরের তুলনায় ৬ কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মহামারি দীর্ঘায়িত হওয়ায় ই-লার্নিংয়ের মেয়াদও বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের তরফে ন্যাশনাল ডিজিটাল এডুকেশনাল আর্কিটেকচারও তৈরি করা হচ্ছে, যা জাতীয় শিক্ষা নীতিকে আরও ভালভাবে প্রয়োগ করার জন্য ডিজিটাল পরিকাঠামোকে শক্তিশালী করবে। শিক্ষাক্ষেত্রে কী কী বড় পদক্ষেপ করা হতে পারে, তার দিকেই তাকিয়ে রয়েছে শিক্ষক থেকে পড়ুয়া-অভিভাবক মহল।