নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। মাস দুয়েক পর লোকসভা নির্বাচন বলে ভোট অন অ্যাকাউন্ট বাজেট হলেও মোদী সরকারের এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা কম নয়। বিশেষ করে রেল নিয়ে অন্তর্বর্তীকালীন বাজেটে জনমোহিনী কোনও ঘোষণা হোক এ রকম চাইছেন অনেক রেলযাত্রীই।
যেমন উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা মোহন। ২৮ বছরের ওই যুবক কাজের সূত্রে থাকেন দিল্লিতে। প্রতি মাসে এক বা দুবার তিনি দিল্লি থেকে কানপুরে নিজের বাড়িতে আসেন। কিন্তু প্রতি বারই টিকিট বুক করার সময় চিন্তায় থাকেন মোহন। কারণ কনফার্মড টিকিট পেতে সমস্যা। যদিও মোহনের মনে প্রশ্ন ওঠে, মোদী সরকার কয়েক মাস অন্তর অন্তর নতুন ট্রেন চালু করেন। কিন্তু তবুও কেন টিকিট মেলে না সে প্রশ্ন ঘুরপাক খায় তাঁর মনে।
এর পাশাপাশি টিকিট বুক করতে গিয়ে মোহন দেখেছেন, তেজস এবং বন্দেভারত এক্সপ্রেসের ভাড়া অন্যান্য এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনের তুলনায় অনেকটাই বেশি। এত ভাড়া দিয়ে নিয়মিত যাতায়াত করা সবসময় সম্ভব হয় না মোহনের মতো প্রচুর যুবকের ক্ষেত্রেই। তাই ভোন অন অ্যাকাউন্টের আগে রেলের থেকে বেশকিছু জনমোহিনী পদক্ষেপের আশা করছেন মোহন। শুধু মোহন নয়, এই দাবি মোহনের মতো অনেক যুবক এবং সাধারণ মানুষের।
মোহন চাইছেন বন্দেভারতের মতো ট্রেনের পাশাপাশি জনপ্রিয় এবং ভিড় বেশি হওয়া রুটগুলিতে আরও বেশি করে সুপারফাস্ট ট্রেন চালু হোক। যাতে শেষ মুহূর্তে কনফার্ম টিকিট পেতে নাজেহাল না হতে নয় সাধারণ যাত্রীদের। পাশাপাশি ছুটির সময় এবং উৎসবের মরসুমে যাত্রীদের টিকিট না পেয়ে ভোগান্তির শিকার হতে হবে না। সেই সঙ্গে বন্দেভারত এবং তেজসের মতো ট্রেনগুলির ভাড়া যাতে কিছুটা কমে আরও বেশি করে তা সাধারণের নাগালে আসে, তাও চাইছেন মোহনরা।
রেল সফরের সময় ট্রেন দেওয়া খাবারের মান নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে। টিকিটের দাম বাড়লেও খাবারের মান তেমন বাড়েনি বলে অভিযোগ। এ বিষয়েও যাতে রেল নজর দেয়, সেই দাবিও উঠছে অন্তর্বর্তীকালীন বাজেটের প্রাক্কালে। সেই সঙ্গে কোভিড কালের মতো প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ার বিশেষ ছাড় দেওয়ার দাবিও উঠেছে কোনও কোনও মহলে। যদিও গত অর্থবর্ষে ছাড় না দেওয়ায় অতিরিক্ত ২ হাজার ২৪২ কোটি টাকা এসেছে রেলের ঘরে। তাই এই ছাড় রেল আর দেবে কি না, তা নিয়ে সন্দেহ থাকলেও বাকি পরিষেবা যাতে রেল আরও বৃদ্ধি করে কি না, সে দিকে তাকিয়ে সাধারণ মানুষ থেকে নিত্যদিনের রেলযাত্রীরা।