কয়েকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক (Silicon Valley Bank)। চরম আর্থিক সঙ্কটের জেরেই বন্ধ হয়ে গেল এই ব্যাঙ্ক। ফেডেরাল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন এই ব্যাঙ্কটি অধিগ্রহণ করেছে। আর হঠাৎ করেই এই ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখে বিনিয়োগকারীরা। এই ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার ফলে শেয়ার বাজারেও পড়েছে প্রভাব।
অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মাত্র কয়েক দিনে ১০০ বিলিয়ন ডলার খুইয়েছিল সিলিকন ভ্যালি ব্যাঙ্ক। এদিকে একসময় বেশিরভাগ স্টার্ট আপকে ঋণ দিয়েছে এই ব্যাঙ্ক। প্রায় ৩৭ হাজারটি ছোটো ছোটো ব্যবসার ২৫০,০০০ মার্কিন ডলার এই ব্যাঙ্কে গচ্ছিত ছিল। ফলে এই ব্যাঙ্কের যাত্রা শেষ হওয়ায় চিন্তায় স্টার্ট আপ ও সেই খাতে বিনিয়োগকারীরাও। মার্কিন সরকারের কাছে ওয়াই কম্বিনেটর নামে একটি টেকনোলজি স্টার্ট আপ সংস্থা জানিয়েছে, এই ব্যাঙ্কে অ্য়াকাউন্ট ছিল এমন ১০ হাজারটি ছোটো ছোটো কোম্পানির উপর খারাপ প্রভাব পড়তে পারে। এই ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার কারণে ১ লক্ষ চাকরিও যেতে পারে বলে জানা যাচ্ছে। বাড়তে পারে বেকারত্বের হার। এই অর্থনৈতিক মন্দার প্রভাব কয়েকটি ভারতীয় স্টার্ট আপের উপরও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে ব্যাঙ্কিং সঙ্কটের কারণে শুধুই যে ১ লক্ষ কর্মী চাকরি হারাতে বসেছেন তাই নয়, কর্মীদের মাসিক বেতনও কমতে পারে। জানা গিয়েছে, ওয়াই কম্বিনেটরের গোটা ইকোসিস্টেমটাই সিলিকন ভ্য়ালি ব্যাঙ্কের একটিমাত্র অ্যাকাউন্টের উপর দাঁড়িয়ে রয়েছে। ফলে কর্মীদের বেতনে কোপ পড়তে পারে তা বলাই বাহুল্য। এদিকে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, ফেডেরাল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন সিলিকন ভ্যালি ব্যাঙ্কের কর্মীদের ৪৫ দিনের জন্য নিয়োগের প্রস্তাব দিয়েছে। তাঁদের বর্তমান বেতনের ১.৫ গুণ টাকা বেতন দেওয়ার কথা বলেছে। এই মার্কিন ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ায় মুখ থুবড়ে পড়তে পারে ভারতের একাধিক স্টার্ট আপও।