ভারতে বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচিত হয় ফিক্সড ডিপোজিট। ব্যাঙ্কের এফডি স্কিমে বিনিয়োগ করলে রিটার্ন নিশ্চিত থাকেই। আর সম্প্রতি ব্যাঙ্কগুলি প্রবীণ নাগরিকদের জন্য আকর্ষণীয় হারে সুদও দিচ্ছে। এই তালিকায় রয়েছে ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ও ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। যেকোনও পাবলিক ও প্রাইভেট সেক্টর ব্যাঙ্কের তুলনায় উচ্চ হারে সুদ দিয়ে থাকে এই ব্যাঙ্কগুলি। তবে কোনও এক ব্যাঙ্কে চোখ বন্ধ করে বিনিয়োগ করে দেওয়ার আগে বাকি সব ব্যাঙ্কের মধ্যে সুদের হারের তুলনা করে দেখা উচিত। পাশাপাশি ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা ও সেই ব্যাঙ্কের ভাবমূর্তিও একটা বড় বিষয়।
প্রবীণ নাগরিকদের ৯ শতাংশের কাছাকাছি সুদের হার অফার করে থাকে ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ও ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। আসুন এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক:
এই ব্যাঙ্কটি ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ৪.৫০ শতাংশ থেকে ৯.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। ব্যাঙ্কটি বর্তমানে ১,০০১ দিনের মেয়াদে সর্বোচ্চ ৯.৫০ শতাংশ সুদ দিচ্ছে।
উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক:
২৭ ফেব্রুয়ারি ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্ক। ব্যাঙ্কটি ৭০০ দিনের আমানতের মেয়াদের জন্য সাধারণ গ্রাহকদের সর্বোচ্চ ৮.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৯ শতাংশ সুদ দিচ্ছে। উল্লেখ্য, ১৮১ দিনের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ সুদের ভিত্তিতে সুদ গণনা করা হবে।
ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্ক:
ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্ক গত ২৪ মার্চ ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছিল। ৫০০ দিনের ডিপোজিটে সাধারণ গ্রাহক সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৮.৩৫ শতাংশ রিটার্ন পাবেন। যেখানে ১,০০০ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ মানুষ সর্বোচ্চ ৮.৪১ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৯.০১ শতাংশ রিটার্ন পাবেন।