Reliance Industries Share: মার্কেট ক্যাপে ৪৩ হাজার কোটির পতন, আচমকা কী হল রিলায়েন্সের শেয়ারে?

May 04, 2024 | 1:58 PM

Reliance Industries Share: তবে সাম্প্রতিক পতনের কারণে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সামগ্রিকভাবে বড় ক্ষতি হয়েছে। বৃহস্পতিবারের তুলনায় কোম্পানির মার্কেট ক্যাপে ৪৩ হাজার কোটি টাকার বিশাল পতন হয়েছে। তথ্য অনুসারে, এক দিন আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ছিল ১৯,৮৩,৭৬৮.১৯ কোটি টাকা।

Reliance Industries Share: মার্কেট ক্যাপে ৪৩ হাজার কোটির পতন, আচমকা কী হল রিলায়েন্সের শেয়ারে?
প্রতীকী চিত্র
Image Credit source: TV9 বাংলা

Follow Us

কলকাতা: রিলায়েন্সের শেয়ারে বড়সড় ধস। শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে ২ শতাংশের বেশি পতন দেখা গিয়েছে। তাতেই মাথায় হাত বিনিয়োগকারীদের। কোম্পানির মার্কেট ক্যাপে ৪৩ হাজার কোটি টাকার বেশি পতন হয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে সংস্থার মার্কেট ক্যাপ কমল। রিলায়েন্সের শেয়ারে বড়সড় প্রফিট বুকিংই স্টকের দামের পতনে বড় কারণ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। 

BSE-র তথ্য বলছে, শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ২.১৭ শতাংশ অর্থাৎ ৬৩.৬০ টাকা কমে ২৮৬৮ টাকায় বন্ধ হয়েছে। শুক্রবার, একসময় ২৯৩৮.৫৫ টাকায় নেমে গিয়েছিল সংস্থার শেয়ার দর। গত এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১.৮৪ শতাংশ। তবে চলতি বছরের কথা বললে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১১ শতাংশ।

তবে সাম্প্রতিক পতনের কারণে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সামগ্রিকভাবে বড় ক্ষতি হয়েছে। বৃহস্পতিবারের তুলনায় কোম্পানির মার্কেট ক্যাপে ৪৩ হাজার কোটি টাকার বিশাল পতন হয়েছে। তথ্য অনুসারে, এক দিন আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ছিল ১৯,৮৩,৭৬৮.১৯ কোটি টাকা। যা এখন নেমে এসেছে ১৯,৪০,৭৩৮.৪০ কোটি টাকায়। অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ৪৩,০২৯.৭৯ কোটি টাকা কমেছে। গত একমাসে শেয়ার দরে ২.৯৯ শতাংশের পতন দেখা গিয়েছে। তবে গত এক বছরে ৪৪৬.৮৫ টাকা বা ১৮.৪৬ শতাংশের বৃদ্ধি দেখা গিয়েছে। 

বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।

Next Article