Aadhaar Biometric Update: আপনার সন্তানের আধার আপডেট করতে নতুন চুক্তি! কী বলছে কেন্দ্র?
Mandatory Biometric Update, Aadhaar Card: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই চুক্তির মূল লক্ষ্য হল আধার কার্ড হোল্ডারদের একাধিক সমস্যা, লজিস্টিক্স ও সচেতনতামূলক বাধাগুলি দূর করা। বহু অভিভাবক সঠিক সময়ে তাদের সন্তানের বায়োমেট্রিক আপডেট করতে ভুলে যান।

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি বা ইউআইডিএআই একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করল। এই চুক্তির উদ্দেশ্য হল, ৫ বছর ও ১৫ বছর বয়সি শিশুদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করা। চুক্তিবদ্ধ হয়েছে গবেষণা সংস্থা বিহেভিওরাল ইনসাইটস লিমিটেড।
কেন এই চুক্তি? কী বলছে কেন্দ্র?
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই চুক্তির মূল লক্ষ্য হল আধার কার্ড হোল্ডারদের একাধিক সমস্যা, লজিস্টিক্স ও সচেতনতামূলক বাধাগুলি দূর করা। বহু অভিভাবক সঠিক সময়ে তাদের সন্তানের বায়োমেট্রিক আপডেট করতে ভুলে যান। এর ফলে আধার-সংযুক্ত পরিষেবা ও সুযোগ-সুবিধা পেতে সমস্যা হয়।
UIDAI-এর প্রধান নির্বাহী কর্মকর্তা বা CEO ভুবনেশ কুমার বলেন, ‘যখন প্রযুক্তিকে মানুষের আচরণের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, তখনই ডিজিটাল পরিচয় একটি সুবিধাজনক, বিশ্বস্ত ও সাধারণ মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জায়গা তৈরি করে’।
আপনাকে কী করতে হবে?
মনে রাখবেন, আধার এনরোলমেন্টের পরে আপনার সন্তানের বয়স যখন ৫ বছরে হবে, তখন প্রথমবার বায়োমেট্রিক আপডেট করা প্রয়োজন। এরপরে, যখন তার বয়স ১৫ বছর হবে, তখন আবার এই আপডেট বাধ্যতামূলক। আপনার জন্য সুখবর এটাই যে, এই নির্দিষ্ট দুটি বয়সের জন্য যে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, তার কোনও খরচ নেই। চলতি বছরের ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।
এই উদ্যোগের ফলে গোটা দেশে লক্ষ লক্ষ বাবা-মা উপকৃত হবেন। সন্তানের শিক্ষা, স্বাস্থ্য বা সরকারি ভর্তুকির জন্য আধার খুবই গুরুত্বপূর্ণ। আর এখন তার ম্যান্ডেটরি আপডেট এখন আরও সহজ।
