Byju’s: সহজেই আর Byju’s এ কোর্স কেনা যাবে না, অভিভাবকদের দিতে হবে ‘অগ্নিপরীক্ষা’

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 24, 2022 | 9:36 AM

Byju's: সহজেই আর বাইজুসের কোর্স কেনা বা লোন নেওয়া যাবে না। তার জন্য অভিভাবকদের আর্থিক স্বচ্ছলতার প্রমাণ দিতে হবে।

1 / 5
একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এড-টেক সংস্থা বাইজুস (Byju's) নিজেদের রিফান্ড পলিসিতে কিছু পরিবর্তন এনেছে। এই মর্মে কোনও পড়ুয়াদের কোর্স অফার করার আগে তাদের বাবা-মাকে নিজেদের সন্তানের পড়াশোনার খরচ বহন করার ক্ষমতা প্রমাণ করতে হবে।

একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এড-টেক সংস্থা বাইজুস (Byju's) নিজেদের রিফান্ড পলিসিতে কিছু পরিবর্তন এনেছে। এই মর্মে কোনও পড়ুয়াদের কোর্স অফার করার আগে তাদের বাবা-মাকে নিজেদের সন্তানের পড়াশোনার খরচ বহন করার ক্ষমতা প্রমাণ করতে হবে।

2 / 5
সাধারণ নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে অনলাইনে পড়াশোনার বিভিন্ন কোর্স বিক্রি করে থাকে বাইজুস। এবার এই কোর্স বিক্রি করার আগে পড়ুয়াদের অভিভাবকদের একটি পরীক্ষা নেওয়া হবে বাইজুসের তরফে। অর্থাৎ,কোর্সের মূল্য চোকানোর জন্য অভিভাবকদের আর্থিক স্বচ্ছলতার প্রমাণ দিতে হবে।

সাধারণ নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে অনলাইনে পড়াশোনার বিভিন্ন কোর্স বিক্রি করে থাকে বাইজুস। এবার এই কোর্স বিক্রি করার আগে পড়ুয়াদের অভিভাবকদের একটি পরীক্ষা নেওয়া হবে বাইজুসের তরফে। অর্থাৎ,কোর্সের মূল্য চোকানোর জন্য অভিভাবকদের আর্থিক স্বচ্ছলতার প্রমাণ দিতে হবে।

3 / 5
একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এক্ষেত্রে একটি সীমাও নির্ধারণ করেছে এই এড-টেক সংস্থা। জানা গিয়েছে, যেসব পরিবারের আয় মাসিক ২৫ হাজার টাকার নীচে তাঁদের কোনও কোর্স বিক্রি করবে না বাইজুস।

একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এক্ষেত্রে একটি সীমাও নির্ধারণ করেছে এই এড-টেক সংস্থা। জানা গিয়েছে, যেসব পরিবারের আয় মাসিক ২৫ হাজার টাকার নীচে তাঁদের কোনও কোর্স বিক্রি করবে না বাইজুস।

4 / 5
এমনকী বাইজুস জানিয়েছে, যেসব পড়ুয়াকে ইতিমধ্যেই কোনও কোর্স বিক্রি করা হয়েছে এবং লোন দেওয়া হয়েছে কিন্তু তার বাবা বা মা এই ক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তাঁদের কোর্সের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।

এমনকী বাইজুস জানিয়েছে, যেসব পড়ুয়াকে ইতিমধ্যেই কোনও কোর্স বিক্রি করা হয়েছে এবং লোন দেওয়া হয়েছে কিন্তু তার বাবা বা মা এই ক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তাঁদের কোর্সের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।

5 / 5
এদিকে সম্প্রতি পড়ুয়াদের ফোন নম্বর কেনা এবং অভিভাবকদের ব্ল্যাকমেইল করার মতো একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছিল বাইজুসের বিরুদ্ধে। তারপর এনসিপিসিআর-র তরফে বাইজুসের সিইও বাইজুরবীন্দ্রনকে গত ১৭ ডিসেম্বর ডেকে পাঠানো হয়েছিল।

এদিকে সম্প্রতি পড়ুয়াদের ফোন নম্বর কেনা এবং অভিভাবকদের ব্ল্যাকমেইল করার মতো একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছিল বাইজুসের বিরুদ্ধে। তারপর এনসিপিসিআর-র তরফে বাইজুসের সিইও বাইজুরবীন্দ্রনকে গত ১৭ ডিসেম্বর ডেকে পাঠানো হয়েছিল।

Next Photo Gallery