Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমূলের পর দাম বাড়ছে মাদার ডেয়ারি দুধেরও

২০১৯ সালের ডিসেম্বর মাসের পর এই প্রথম দুধের দাম বাড়াতে বাধ্য হয়েছে মাদার ডেয়ারি।

আমূলের পর দাম বাড়ছে মাদার ডেয়ারি দুধেরও
ছবি - টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2021 | 1:10 PM

নয়া দিল্লি: দেশের অর্থনীতি তলানিতে। হু হু করে দাম বাড়ছে সবকিছুর। কয়েকদিন আগেই দুধের দাম বাড়িয়েছে আমূল। লিটার প্রতি ২ টাকা বেড়েছে দুধের দাম। এ বার সেই একই পথে হেঁটে দুধের দাম বাড়াচ্ছে মাদার ডেয়ারি (Mother Dairy)। ১১ জুলাই থেকে ১ লিটার মাদার ডেয়ারি দুধ কিনতে হলে বাড়তি ২ টাকা দিতে হবে ক্রেতাদের। দিল্লি এনসিআর-সহ দেশের সব শহরেই দাম বাড়াচ্ছে মাদার ডেয়ারি।

১ জুলাই থেকে আমূলের বর্ধিত দুধের দাম নির্ধারিত হয়েছে। সেই অনুযায়ী চলছে বিক্রি। নতুন দাম অনুযায়ী, টোকেন দুধ ৪২ টাকার পরিবর্তে ৪৪ টাকায় কিনতে হবে। পলি প্যাকের ফুল ক্রিম দুধ ৫৫ টাকার জায়গায় ৫৭ টাকায় পাওয়া যাবে। টোনড দুধ পাওয়া যাবে ৪৭ টাকা প্রতি লিটারে ও ডবল টোনড দুধ ৩৯ টাকার জায়গায় বিক্রি হবে ৪১ টাকায়। গরুর দুধ ৪৭ টাকার পরিবর্তে নতুন দাম হবে ৪৯ টাকা।

মূলত ডেয়ারি ফার্মে উৎপাদন মূল্য বেড়েছে। এ ছাড়া বিগত ৩-৪ সপ্তাহ ধরে ফার্ম থেকেই বেশি টাকায় দুধ কিনতে হচ্ছে মাদার ডেয়ারিকে। তাই ২০১৯ সালের ডিসেম্বর মাসের পর এই প্রথম দুধের দাম বাড়াতে বাধ্য হয়েছে মাদার ডেয়ারি। বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে তারা। নয়া দিল্লিতে দাম বৃদ্ধির পাশাপাশি ১১ জুলাই থেকে বেশি দাম দুধ কিনতে হবে মুম্বই, নাগপুর, কলকাতাবাসীদেরও। বিবৃতিতে সংস্থা জানিয়েছে, ক্রেতা ও উৎপাদকের মধ্যে সমতা বজায় রেখেই দাম বাড়িয়েছে তারা।

আরও পড়ুন: ‘অসমকে পুলিশ শাসিত রাজ্যে পরিণত করছেন মুখ্যমন্ত্রী’