AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TATA Group: দায়িত্ব পেয়েই রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার বিরাট পদক্ষেপ, বদলে যাবে কোম্পানির ভবিষ্যতই?

Tata Group: গত ৬ বছরে স্টার (ট্রেন্টের গ্রোসারি সেকশন) ১০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সেখানেই ২০২৪-২৫ সালে জুডিও-র লাভ রয়েছে ৮৩০০ কোটি টাকা। ওয়েস্টসাইডের লাভ হয়েছে ৬২১০ কোটি টাকা।

TATA Group: দায়িত্ব পেয়েই রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার বিরাট পদক্ষেপ, বদলে যাবে কোম্পানির ভবিষ্যতই?
টাটা গ্রুপের ভবিষ্যৎ বদলে যাবে?Image Credit: PTI
| Updated on: Jul 05, 2025 | 1:17 PM
Share

বেঙ্গালুরু: রতন টাটার প্রয়াণের পর টাটা গ্রুপের দায়িত্ব এখন তাঁর সৎ ভাই নোয়েল টাটার কাঁধে। টাটা গ্রুপের দায়িত্ব নিয়ে বছর ঘোরার আগেই এবার বিরাট পদক্ষেপ করতে চলেছেন নোয়েল টাটা। এতে বদলে যেতে পারে টাটা গ্রুপের ভবিষ্যৎ।

শোনা যাচ্ছে, ট্রেন্ট লিমিটেড, যা টাটা গ্রুপেরই একটি অংশ, তা আরও বিস্তার করতে চলেছে নোয়েল টাটার অধীনে। ট্রেন্টের যে গ্রোসারি অর্থাৎ মুদি সেকশন, তা আরও বড় করার পরিকল্পনা করছেন নোয়েল টাটা। জুডিও, ওয়েস্টসাইডের মতো টাটা গ্রুপেরই ব্রান্ডের থেকে বড় করার পরিকল্পনা রয়েছে।

সম্প্রতিই নোয়েল টাটা ট্রেন্টের বার্ষিক জেনারেল মিটিংয়ে বলেন, “পোশাকের মার্কেটের তুলনায় অনেক বড় খাবারের মার্কেট। আমরা নিশ্চিত যে এই সেক্টরে অনেক বড় সুযোগ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আমরা ফুড ও গ্রোসারি সেক্টরেও বিরাট বড় ব্যবসা করব।”

বর্তমানে ট্রেন্টের মার্কেট ক্যাপিটালাইজেশন ২ লক্ষ ১৯ হাজার ৯১৮ কোটি টাকা, যা টাটা গ্রুপের চতুর্থ দামি কোম্পানি। সবথেকে বেশি আয় হয় টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড থেকে। এরপর রয়েছে টাইটান কোম্পানি লিমিটেড, তৃতীয় স্থানে রয়েছে টাটা মোটরস লিমিটেড। ট্রেন্টের বিজনেস হেড হিসাবে নিয়োগ করা হয়েছে নোয়েল টাটার ছেলে নাভিল টাটাকে।

তবে গত ৬ বছরে স্টার (ট্রেন্টের গ্রোসারি সেকশন) ১০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সেখানেই ২০২৪-২৫ সালে জুডিও-র লাভ রয়েছে ৮৩০০ কোটি টাকা। ওয়েস্টসাইডের লাভ হয়েছে ৬২১০ কোটি টাকা।