OpenAI: অল্টম্যানের চাকরি ‘খেতে’ গিয়ে নিজেরাই খোয়ালেন পদ, বেঁচে গেলেন একজন, কে তিনি?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 23, 2023 | 12:03 PM

Sam Altman: যে বোর্ড স্যাম অল্টম্যানকে বিতাড়িত করেছে, তাদের সব সদস্যদের তাড়িয়ে দেওয়া হয়। রয়ে গিয়েছেন মাত্র একজন। তিনি হলেন অ্যাডাম ডি'অ্য়াঞ্জেলো। তিনি হলেন প্রশ্নোত্তর সাইট 'কোরা' (Quora)-র সিইও। ২০১৮ সাল থেকেই তিনি ওপেনএআই-র বোর্ড সদস্য।

OpenAI: অল্টম্যানের চাকরি খেতে গিয়ে নিজেরাই খোয়ালেন পদ, বেঁচে গেলেন একজন, কে তিনি?
সবেধন নীলমণি অ্যাডাম ডি'অ্য়াঞ্জেলো।
Image Credit source: Twitter

Follow Us

সান ফ্রান্সিসকো: খোকাবাবুর প্রত্য়াবর্তনের মতো ওপেনএআই-তেও প্রত্যাবর্তন করেছেন স্যাম অল্টম্যান। গত সপ্তাহের শুক্রবারই টেক দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল সিইও স্যাম অল্টম্যানের বিতাড়িত হওয়ার খবর। চ্যাটজিপিটির জনককেই তাঁর সংস্থা ওপেনএআই থেকে বিতাড়িত করা হয় অভ্যন্তরীণ দূরত্ব ও মতবিরোধের জন্য। কিন্তু দিন পাল্টাতে সময় লাগেনি। সত্য নাদেলার হাত ধরে মঙ্গলবারই মাইক্রোসফট সংস্থায় যোগ দেন স্যাম অল্টম্যান। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ঘোষণা করা হয় যে অপেনএআই সংস্থাতেই সিইও পদে ফিরছেন স্যাম অল্টম্যান। বরং যে বোর্ড স্যাম অল্টম্যানকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছিল, তাদেরই তাড়িয়ে দেওয়া হল। নতুন বোর্ডে মাত্র একজনই পুরনো সদস্য রয়েছেন। তিনি কে জানেন?

চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা তথা সিইও স্যাম অল্টম্যানকে ওপেনএআই থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছিল সংস্থার বোর্ড। কিন্তু অল্টম্যানকে বিতাড়িত করার সিদ্ধান্ত ভালভাবে নেয়নি কর্মীরা। চিঠি লিখে তাঁরা অল্টম্যানকে ফিরিয়ে আনার দাবি জানান। শেয়ারহোল্ডারদের চাপের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় ওপেনএআই। ফিরিয়ে আনা হয় অল্টম্যানকে। এদিকে, যে বোর্ড স্যাম অল্টম্যানকে বিতাড়িত করেছে, তাদের সব সদস্যদের তাড়িয়ে দেওয়া হয়। রয়ে গিয়েছেন মাত্র একজন। তিনি হলেন অ্যাডাম ডি’অ্য়াঞ্জেলো। তিনি হলেন প্রশ্নোত্তর সাইট ‘কোরা’ (Quora)-র সিইও। ২০১৮ সাল থেকেই তিনি ওপেনএআই-র বোর্ড সদস্য। স্যাম অল্টম্য়ানকে সিইও পদে ফেরাতে তাঁর বিশেষ ভূমিকা ছিল বলেই খবর।

কারা থাকছেন ওপেনএআই-র বোর্ডে?

স্যাম অল্টম্যান সিইও পদে ফিরতেই নতুন বোর্ড তৈরি করা হয়েছে। এই বোর্ডে রয়েছেন সেলসফোর্সের কো-সিইও ব্রেট টেলর, মার্কিন প্রাক্তন ট্রেজারি সেক্রেটারি ও হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ল্যারি সামারস। তবে স্যাম অল্টম্যান নিজে বা সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান, যিনি অল্টম্যান বিতাড়িত হওয়ার পর ইস্তফা দিয়েছিলেন- দুজনের কেউই বোর্ডের সদস্য হবেন না।

Next Article