Coca-Cola: ভারতে প্রথম কোকাকোলার চা, আত্মপ্রকাশ পেল মুখ্যমন্ত্রীর হাতেই

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 24, 2023 | 10:49 AM

Honest Tea: বাণিজ্য সম্মেলনেই কোকাকোলা ও মকাইবাড়ির লক্ষ্মী টি-র মধ্যে মউ স্বাক্ষর হয় গ্রীন টি-র জন্য। কোকাকোলা ইন্ডিয়ার তরফেও বুধবার বিবৃতি জারি করে জানানো হয়, অনেস্ট টি-র হাত ধরে 'রেডি টু ড্রিঙ্ক' পানীয়ের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে কোকাকোলা।

Coca-Cola: ভারতে প্রথম কোকাকোলার চা, আত্মপ্রকাশ পেল মুখ্যমন্ত্রীর হাতেই
চায়ের বাজারেও প্রবেশ করতে চলেছে কোকাকোলা
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বাজারে হাজারো কোল্ড ড্রিঙ্কস থাকলেও, একটা বড় অংশের মানুষই পছন্দ করেন কোকাকোলা (Coca Cola)। কোকের জনপ্রিয়তা কতটা, তা সংস্থার বার্ষিক আয় দেখেই আন্দাজ করা যায়। ২০২২ সালে কোকাকোলার আয় ছিল ৪৩০০ কোটি ডলার। এবার চায়ের বাজারেও প্রবেশ করতে চলেছে কোকাকোলা।  তবে একটু অন্যভাবে। বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই কোকাকোলা বাজারে আনল ‘অনেস্ট টি’ (Honest Tea)। এটি রেডি টু ড্রিঙ্ক চা (Ready to Drink Tea)।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে ‘অনেস্ট টি’ তুলে দেন সংস্থার কর্ণধার রুদ্র চট্টোপাধ্যায়। বাণিজ্য সম্মেলনেই কোকাকোলা ও মকাইবাড়ির লক্ষ্মী টি-র মধ্যে মউ স্বাক্ষর হয় গ্রীন টি-র জন্য। কোকাকোলা ইন্ডিয়ার তরফেও বুধবার বিবৃতি জারি করে জানানো হয়, অনেস্ট টি-র হাত ধরে ‘রেডি টু ড্রিঙ্ক’ পানীয়ের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে কোকাকোলা।

উল্লেখ্য, কোকাকোলা সংস্থার অধীনস্থ ব্রান্ড হল অনেস্ট।

কোকাকোলার তরফে জানানো হয়েছে, কলকাতার লক্ষ্মী টি কোং প্রাইভেট লিমিটেডের অধীনে মকাইবাড়ি টি এস্টেটের সঙ্গে মউ স্বাক্ষর হয়েছে। মকাইবাড়ি থেকে অর্গানিক গ্রিন টি সরবরাহ করা হবে। সেই চা দিয়েই ‘রেডি টু ড্রিঙ্ক’ অনেস্ট টি তৈরি করবে কোকাকোলা।

কোকাকোলা ইন্ডিয়ার এক শীর্ষ কর্তা জানান, গ্রাহকদের বেভারেজ বা নরম পানীয়ের হরেক রকম অপশন দিতেই অনেস্ট টি বাজারে আসছে। যেহেতু দেশের একটা বড় অংশের মানুষ চা পান করতে পছন্দ করেন, তাই কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে এবার চা-ও আনা হচ্ছে। আর স্বাস্থ্য সচেতনদের কথা মাথায় রেখে রেডি টু ড্রিঙ্কের জন্য বাছাই করা হয়েছে গ্রিন টি। আপাতত লেমন-তুলসী ও ম্যাঙ্গো ভ্যারিয়েন্টেই কোকাকোলার আইসড গ্রিন টি পাওয়া যাবে।

Next Article