Uber in Kolkata: শীঘ্রই কলকাতায় নামছে উবারের AC বাস, রাজ্যে আসছে বিশাল বিনিয়োগ

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 23, 2023 | 6:40 PM

Uber in Kolkata: প্রসঙ্গত, সম্প্রতি কলকাতার বুকে শাটলের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। সবথেকে বেশি জনপ্রিয়তা রয়েছে অফিস যাত্রীদের মধ্যে। সকালে ও সন্ধ্যায় এই শাটলের চাহিদা থাকে তুঙ্গে। এবার মাঠে নামছে উবার।

Uber in Kolkata: শীঘ্রই কলকাতায় নামছে উবারের AC বাস, রাজ্যে আসছে বিশাল বিনিয়োগ
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: সরকারি উদ্যোগে চালু হওয়া ‘যাত্রী সাথী’র জনপ্রিয়তা বাড়তেই খানিকটা হলেও চাপ বেড়েছে উবার-ওলার মতো অ্যাপ-ক্যাব সংস্থাগুলির। এরইমধ্যে এবার বাংলায় চালু হতে চলেছে অনলাইন এসি বাস পরিষেবা। নেপথ্যে উবার। ২০২৫ সালের মধ্যে রাজ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে উবার কর্তৃপক্ষ। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষদিনে রাজ্য সরকারের তরফে এই তথ্যই জানানো হয়েছে বলে খবর। সোজা কথায়, অন্যান্য শাটল কোম্পানির সঙ্গে তাল মিলিয়েই এবার শীঘ্রই কলকাতার (Kolkata) বুকে চালু হতে চলেছে উবার শাটল।

প্রসঙ্গত, সম্প্রতি কলকাতার বুকে শাটলের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। সবথেকে বেশি জনপ্রিয়তা রয়েছে অফিস যাত্রীদের মধ্যে। সকালে ও সন্ধ্যায় এই শাটলের চাহিদা থাকে তুঙ্গে। ট্যাক্সির থেকে কম ভাড়ায় স্বচ্ছন্দ্যে অফিস যেতে অনেকেই আজকাল বেছে নেন এই শাটলগুলি। শহরের বুকে পরিষেবা দিচ্ছে একাধিক সংস্থা। এবার ময়দানে নামতে চলেছে উবার। 

রাজ্য সরকারের দাবি, উবারের বিনিয়োগের ফলে রাজ্য ৫০ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি হবে। যে শাটল-বাস গুলি চলবে সেগুলির মালিকনা থাকবে রাজ্য সরকারের হাতেই। রাজ্যের দাবি, এতে একসঙ্গে একই যানে যেমন অনেক মানুষ পরিষেবা পেতে পারবেন, তেমনই শহরে কমবে গাড়ির সংখ্যা। নিয়ন্ত্রণে আসবে দূষণও। সূত্রের খবর, আগামী বছর মার্চের মধ্যে চালু হয়ে যেতে পারে এই উবার শাটল পরিষেবা। এক একটি শাটলে একইসঙ্গে যাত্রা করতে পারবেন ৫০ জন যাত্রী। 

Next Article