TATA IPO: আত্মপ্রকাশেই ধামাকা TATA-র, ৩৬ মিনিটেই বুক হয়ে গেল সমস্ত IPO

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 24, 2023 | 5:18 PM

Share Market: প্রথম দিনেই টাটা টেকনোলজির আইপিও ৬.৫৪ বার সাবস্ক্রাইব করা হয়েছে। অ-প্রাতিষ্ঠানিক বা খুচরো বিনিয়োগকারীরা ১১.৬৯ বার শেয়ারে বিডিং করেছেন। শেয়ারহোল্ডারদের জন্য যে অংশটি সরিয়ে রাখা হয়েছিল, তাতে ৯.৩০ বার সাবস্ক্রাইব করা হয়েছে।

TATA IPO: আত্মপ্রকাশেই ধামাকা TATA-র, ৩৬ মিনিটেই বুক হয়ে গেল সমস্ত IPO
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

মুম্বই: শেয়ার বাজারে প্রবেশ মাত্রই ধামাকা টাটার (TATA)। নিজের সুনাম ধরে রাখল টাটা। ওপেনিং-র প্রথম দিনেই মাত্র ৩৬ মিনিটের মধ্যে টাটা টেকনোজিস লিমিটেডের (TATA Technologies Limited) আইপিও সম্পূর্ণ বুক হয়ে গেল।  আইপিও(IPO)-র বিডিং শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সমস্ত আইপিও সাবস্ক্রাইব হয়ে গিয়েছে।

দুই দশকের ব্যবধান পর আবার আইপিও এনেছে টাটা। ফলে প্রচুর প্রত্যাশা ছিল এই আইপিও-কে ঘিরে। এর আগে শেষবার ২০০২ সালে টিসিএসের আইপিও আনা হয়েছিল। প্রথম দিনেই টাটা টেকনোলজির আইপিও ৬.৫৪ বার সাবস্ক্রাইব করা হয়েছে। অ-প্রাতিষ্ঠানিক বা খুচরো বিনিয়োগকারীরা ১১.৬৯ বার শেয়ারে বিডিং করেছেন। শেয়ারহোল্ডারদের জন্য যে অংশটি সরিয়ে রাখা হয়েছিল, তাতে ৯.৩০ বার সাবস্ক্রাইব করা হয়েছে। টাটা টেকনোলজিসের কর্মীরা এই আইপিও ১.১ বার সাবস্ক্রাইব করেছে। টাটা মোটরসের শেয়ারহোল্ডাররা ৯.৩ গুণ বুক করেছেন।

শুধু আইপিও থেকেই টাটা টেকনোলজিস ৭৯১ কোটি টাকা আয় করেছে।

টাটা টেকনোলজিস ৩০৪২.৫ কোটি টাকার আইপিও এনেছিল।  গত ২২ নভেম্বর আইপিও সাবস্ক্রিপশনের জন্য খোলা হয়। শুরুতেই বিনিয়োগকারীরা ২৯.৪৩ কোটি টাকার ইক্য়ুইটি শেয়ার কিনে নেন।

Next Article